------------ কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সোরিক, সাইকোটিক, সিফিলিটিক
ডান, ডান হতে বামপাশ তোমার দিক।
অতি গরমে তুমি হও কাতর
গ্রন্থি বা গ্ল্যান্ড বেড়ে শক্ত করো ভিতর ।
মন, মস্তিষ্ক, উদর, জরায়ু, চোখ,
ডিম্বকোষ, কিডনি, মূত্রথলী, মূত্রযন্ত্র খুব
গলনালি, সিরাস গ্ল্যান্ড, চামড়া
ডানদিকে, হৃদপিন্ড, রক্ত, শ্বাসযন্ত্র
শ্লৈষ্মিক ঝিল্লি, কৈষিক ঝিল্লি ক্রিয়ার মন্ত্র।
হুল ফুটানো ব্যাথা যদি হয়ে এমন-
ছুড়ি দিয়ে কাটলে লাগে যেমন;
জ্বালা, ফোলা, আরক্তিমতা,
হুলবেঁধামতো
গরমে, উষ্ণতায়, গরম ঘরে, আবরণে ততো
শুয়ে থাকলে, ঠান্ডা পানিতে, শীতল পানীয়ে
দুধে, ঋতুস্রাবকালে ও ঘুমে উপশম হয়ে।
অন্যমনষ্ক, ঔদাসীনতা, অনীহা ভাব
উচ্চ চিৎকার করা যার চির
স্বভাব।
অশ্রুপূর্ণ ভাব, অপটুতা, আলস্য, কর্মব্যস্ত
খিটখিটে ও হিংসুটে আচরনে
সদা ব্যস্ত।
মূত্র-স্বল্পতা, মূত্রকষ্ট ও পিপাসাহীনতা
নিদ্রালুতা ও ঘুম ঘুম ভাব আছে হেতা।
চামড়া যার স্বচ্ছ ,মোমের মতো সাদাটে
শুকনো ও ঘামে ,দুধ খায় চেটে চেটে!!
হৃদে সংকোচনের অনুভূতি শোতে অক্ষম
তলেপেটে আঁটসাঁট মলত্যাগে চাপ বিষম!
চোখের পাতা খুলে না ফোলার
কারনে
চামড়ার চুলকানি এলার্জি রোগীর গড়নে।
প্রাতে দুপুরে সাঁজে মাধ্য রাতের আগে
স্পর্শে ও চাপে, নড়াচড়ায়, বিছানার গরমে,
গরম পানীয়ে, গরম আবহাওয়ায়, সঙ্গমে জাগে।
ঠোঁটে, জিবে,চোখের পাতায়, কানে মুখমন্ডলে,
গলায়, মলদ্বারে ও অন্ডকোষে দেখা গেলে
ঠান্ডা বাহ্য প্রয়োগে উপশম,- অ্যাপিস-মেলে।
----------------------২৭-১০-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
No comments:
Post a Comment