কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ১২-০৩-২০২২ ইং
জগতের দুর্ণিনীতি যেন মাতৃকার ভিতরে;
মুক্তিরে ফিরায়ে দাও হে স্বাধীন বসুন্ধরে।
বিপুল সিন্ডিকেট তরে ওগো মা
তুমি
তৈলে তৈল দাও ব্যাপ্ত হয়ে বঙ্গ ভূমি।
দিগ্বিদিকে ছল চাতুরী দিয়েছে বিস্তারিয়া
হিংস্র পশুর মতো নির্দয় হইয়া
রক্ত চুষিছে জনতার হস্ত দু’খান বাঁধিয়া
স্বাধীনে স্বাধীনতা নেই বঙ্গ জুড়িয়া।
সিন্ডিকেট শিহরিয়া কম্পিত পুলকে
প্রবাহিয়া চলে যায় ক্ষমতার আলোকে
গ্রাম গঞ্জ শহরে- উত্তর দক্ষিণে
পূর্ব্ পশ্চিমে-জুলুমের অনল দহনে।
তবু যেন নিরব নিস্পেশিত জন বল
তীব্র আন্দোলনে নাহি পাই নব পুস্পদল।
ঘৃণা করি সংগোপনে পথে ঘাটে আড্ডায়
খুলি না মুখ ভয়ে ভয়ে বিদ্রোহী সভায়।
জগতের দুর্ণিনীতি যেন মাতৃকার ভিতরে;
মুক্তিরে ফিরায়ে দাও হে স্বাধীন বসুন্ধরে।
ঘরে ঘরে কান্নার রোল স্তব্ধ বাঙালির
দ্রব্য মূল্য লাগামহীন- ব্যবধান বিস্তর।
No comments:
Post a Comment