কলমেঃ
মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ
রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।
তারিখঃ
০৬-১১-২০২৪ ইং
**********************
স্বাধীনতার শব্দে যেন বর্ণের
কান্না শোনা গেল,
প্রাণে প্রাণে দীর্ঘনিশ্বাসের ধ্বনি
করে কোলাহল।
চকিত হয়ে ফিরে তাকাই সেই চেতনার
দিকে,
কোথায় চলিছে জাতির তরী রক্ত
গঙ্গার বাঁকে!
এখন আর স্বাধীনতাকে স্বাধীন মনে
হয় না,
ওরা এখনো তীর ধঁনুকে বিদ্ধ করিছে
চেতনা!
ঘাতক যেন রাত্রির আঁধারে এসে
দাঁড়িয়েছে
জাতির প্রহরী বুঝেনি তাহা কি
রহস্য ঘেরা আছে !
রক্ত গঙ্গার বাঁকে স্বাধীনতা দুঃখ জানাতে এসেছিল,
বিব্রত
হল চেতনা বোধ! হৃদয়ের আবেদন ভুলেছিল।
শুধু ক্ষমতাকে চিনেছিল
লাল-সবুজের কল্লোলে,
ছদ্মবেশী হয়েছিল বুঝেনি তাহা পুড়িছে
অনলে।
এক অশনি সংকেত স্বাধীনতার ধারে
ঘুড়িছে আজ,
তবু ভাঙ্গেনি ঘুম! তবু দেখেনি
বিষণ্ণ মুক্তির তাজ।
রক্ত পাওয়া স্বাধীনতাকে দুঃখ
জানাতে এসেছিল-
জাতির প্রহরী বুঝল না তাহা- দূর্গে
ফিরে এল।
-----------------------------------------
No comments:
Post a Comment