Monday, November 4, 2024

উঁই পোকা

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর।

তারিখঃ ০৪-১১-২০২৪ ইং

**********************

উঁই পোকার গর্জ্ন দেখছি অনলের চারিধার!

মৃত্যুর দিকে চোখ,কোন সাধ্য নেই বাঁচিবার।

 

ওরা এক দুঃস্বপ্নের ঘোরে পথ ভুলে চলেছে অনল,

কি ভয়ঙ্কর! কি অপেক্ষা করছে আসন্ন ঋতু বদল!!

এ ঝড় কোন ঠুঙ্কু ঝড় নয়, নহে কোন বিলুপ্ত শক্তি,

এ এক কালজয়ী রক্তের উত্তরসূরী মহাযুদ্ধের মুক্তি !

 

আগুনের লেলিহান শিখায় অভিজাত বংশধর,

কোন উঁই পোকা টিকবে না আসন্ন যুদ্ধের প্রান্তর।

কচুরি পানার মত ভেসে যাবে দিগন্ত পেরিয়ে,

হিমেল তুষারের স্তুপে আপনার বসতি হারায়ে।

 

মৌসূমী উঁই পোকা ঝাঁকের জটাজুটে আবরুদ্ধ কাল,

অনল বর্ষ্ণ ঝড়ে বিলীন হয়ে যাবে এ মাতৃকার তল।

সোনালী সূর্য্ আবার উঠবে জেগে দিবা- প্রভাতে,

লাল-সবুজের চেতনা মূলে সম্মুখ যুদ্ধের সাক্ষাতে।

 

উঁই পোকার গর্জ্ন দেখছি, চেয়ে আছি চারিধার,

আগুনের প্রলোভনে কেমন ছড়িয়ে ডানা মরিবার।

-----------------------------------------

No comments:

Post a Comment