জনতাই ভিত্তি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২১-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-------------------------------------
ওরে, আমজনতার দায়িত্ব কেউ নেয় না
আর,
আজ যেন জনতা হয়েগেছে জাতির মহাভার!
দিকে দিকে কাপুরুষ হীন
মনুষ্যত্বের মুখ,
জল্লাদের মতো গ্রাসিয়াছে অবহেলিত
বঞ্চিত জনতার সুখ!
এখন জনে জনে বিভক্তি, পরিহাস,
অত্যাচার, অপমান
চৌদিকে ক্ষমতার নোংরা খেলা চলিছে
প্রাণ হতে প্রাণ।
প্রতিবাদী নিশ্চুপ! সত্য ন্যায় –নীতি
লুকিয়েছে অন্ধকার!
পরাজয়ের দিকে মানব সভ্যতা!মুক্তির
কণ্ঠে হাহাকার!
কে কালো! কে ধবল মিলে মিশে
একাকার-
মসনদে একই সূত্রে একই মন্ত্রে
রতি -মহারথী- সোচ্চার।
শুধুই জনতাই অবহেলিত- বঞ্চিত –লাঞ্চিত-
দিবা-সাঁঝে,
কি এক নিষ্ঠুর খেলা! কি এক নির্দয়
পরিহাস অশুভ সাজে।
হে বীরের উত্তরসূরী কেন তোদের এত
হীন বাস?
এত অপমান সহিবার আগে গর্জে উঠ
সাবাস! সবাস!
জনতাই ভিত্তি, জনতাই শক্তি এই
স্বাধীন মাতৃকার,
কোন দুষ্ট অত্যাচারী পারিবে না
রুধে জনতার অধিকার।
-----------------------------------------------
No comments:
Post a Comment