বন্ধু যখন শত্রু হয়
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৯-০৪-২০২৫ খ্রিঃ
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
-----------------------------------
বন্ধুত্ব, তুমি যেন আজ মৌসুমী
বায়ূর মতন!
কখনো আলো ,কখনো আঁধারে থাকো গগণ।
বন্ধুত্বের সেই সোনালী সূর্যটা,
সেই পূর্ণিমার শুভ্রতা,
আজ যেন স্বার্থের মিছিলে ছুটিয়াছে
বিপুল উগ্রতা।
তীর ধণুকের মতো বিঁধিয়াছে
বিশ্বস্ততার শরীরে,
রূঢ় আচরণ ক্ষণে ক্ষণে আঘাত
হানিয়াছে গভীরে!
প্রচুর রক্ত ক্ষরণে মুর্ছিত
হচ্ছে বন্ধুত্বের প্রাণ - অকালে!
বন্ধুত্বের সেই মর্ম্ বাণী যেন
বন্ধু গিয়াছে ভুলে।
এখন বন্ধুর দিকে তাকালে মনে হয় ঘাতক
ঈগল!
আঁতকে উঠে প্রাণ! কেঁপে উঠে
শান্ত নিবিড় নিখিল।
বন্ধুত্বের যে স্বর্গিয় অনুভভ!
সে যেন আজ পৃথিবীর ক্রন্দন,
ভয়ঙ্কর গুপ্ত ঘাতক! পশ্চাতে লেগে
থাকা অসূর ছায়া- সবক্ষণ।
বন্ধু শব্দটিই যেন আজ ফিকে
হয়েগেছে স্বার্থের আড়ালে,
ঠিক যেন অনিষ্ট-দৈত্য- দানবের
খেলা বিপুল চঞ্চলে--
বন্ধু যখন শত্রু হয় তখন
আর কিছু থাকে না- বিজয় !
দূরন্ত বেড়ে চলে, বিশ্বাসে চির
ধরে আসন্ন দিন-সময়।
---------------------------------------------
No comments:
Post a Comment