Monday, April 21, 2025

তুমি নও কেন ?

 

তুমি নও কেন ?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ২১-০৪-২০২৫ খ্রিঃ

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

-------------------------------------

আজ যেন পড়িল ধসিয়া সত্যের হিমালয় -শির!

স্বর্গচূড়ে নরকের লেলিহান শিখা জ্বলিছে বিস্তর।

 

অসূরের রাহুগ্রাস ঘিরিল চারিধারে আলোকের প্রাণ,

কান্ডারী হারিয়েছে পথ রাত্রি নিশীথে নিস্তেজ তপন!

ঘাতক জোঁক শোষিছে রক্ত, মসনদ শোষিছে অধিকার,

বঞ্চিতের সম্মুখে  স্বাধীনতা ধূমে কালো চিতার শ্মশান।

 

ন্যায়-বিচার –অধিকার- গণতন্ত্র -স্বাধীন বাংলার শির,

প্রশ্ন জাগে কোথায় এই অমর বাণী- হে বাংলার বীর?

লক্ষ শহীদের অর্জ্ন তবে কি অস্তমান !

অপলক নয়নে দেখিছে ন্যায্য অধিকারের মহাপ্রয়াণ!

 

বাংলার বীর, বাংলার মুক্তি আজ যেন তন্দ্রিত টলমল,

জ্ঞাণীদের বিদ্যা-গঙ্গা ,অবিদ্যা বিনাশী, অপিত্র জল !

বিচারকের ন্যায় বিচার, বীর্য্ পুরুষের ইন্দ্র তেজ তপন,

আজ যেন অস্তমিত ঘণ কালো মেঘ গগণ!

 

যুগে যুগে মর্দ্ বীর, মহাবীর করিয়াছে অসুর নাশ!

ওরে, তবে তুমি নও কেন দৈত্য- দানবের অগ্নি ত্রাস?

জাগো রে জাগো নব আশা, নব রবি উদার অভ্যুদয়,

তুমি জাগলেই উৎসব হবে লাল-সবুজের মহাবিজয় !

----------------------------------------------

No comments:

Post a Comment