---------------------কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
নেশাকে আলিঙ্গন করে মানবেরা
ছুটেছে আসরে,
সেই মানবের বিধানে কোরআন
এসেছে নশ্বরে।
নিষেধ করেছে জুয়া নেশা আল্লাহ কোরআনে
পাপ মহাপাপ ধবংস করেছে
যুবককে যৌবনে
ওহে যারা নেশা ধরেছে মদ
জুয়া মুর্তিপূজার বেদী
কিংবা ভাগ্য নির্ণায়ক তীর
তো ঘৃন্য্ বস্তু চিরবদি!
শয়তানতো তোমাদের মাঝে
শত্রুতা বিদ্বেষ ঘটায়
মদ জুয়া তাগুদের ভাই সে
কি আছে চেতনায়?
তোমরা কি নিবৃত্ত হবে না
সেইসব মদ জুয়া থেকে?
সেতো পথ ভুলে ঈমান নষ্ট
করে দেয় তোমাকে!
যে সৃষ্টি করে নেশা সেতো
মদ
সেতো হারাম যে হারায় পথ ।
মদের আমোদ প্রমোদে ঈমান
হারায় নিরন্তরে-
তওবা না করলে নেশাকারী
মু্ক্তি পাবে না হাশরে।
------------২৪-০২-২০২০
ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment