কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০৩-১২-২০২১ ইং
হাজারো স্মৃতির আলাপনে
তুমি জেগে উঠো তুমুল কলতানে
কি যেন বলে যাও কানে কানে
তুমি আছো, তুমি আছো নিরন্তর শিহরণে।
ঝর্ণা ধারার প্রবল প্রবাহে ছুটে চলা
তুমি যেন প্রেমময় হৃদয়ের কাফেলা
বরষনের অশ্রুসিক্ত ছল ছল মুখে
কিছু একটা বলে যাও থরো থরো বুকে।
হাজারো স্মৃতির আলাপনে
হয়তো তেমনি আজি দূর বাতায়নে
তুমি ঝিলিমিল-তলে
মুসচি হেসে উঠো স্পন্দিত অঞ্চলে।
কোন অনুভবে এখনো ফিরে আস একা
বারে বারে এঁকে যাও ভালোবাসার রেখা
বারে বারে জ্বলে দাও শিয়রের বাতি
তবু কেন প্রেমের ভুবনে বিরহের রাতি।
হাজারো স্মৃতির আলাপনে তুমি
বারে বারে উড়ে আস প্রেমের ভূমি।
হয়তো এমনি করে ডাকিছো আমারে
যেমনি আমি চাই শুধু প্রাণের গভীরে।
----------------------------------------
No comments:
Post a Comment