কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ০৩-১২-২০২১ ইং
আঁধারে তুমি ক্ষমতাধর তাই তো বল রবি!
দিবস জাগেনি তবু বল তুমি মহাকবি!
কি এক অলংকারে এঁকেছো বঙ্গের ছবি
কখনো চাও না বুঝিতে জনতার দাবী।
গণতন্ত্রে আজ স্বৈরতন্ত্র হাত বাড়ালো
দুর্ণিনীতিবাজ লুটেরা ক্ষমতার প্রভাত আলো!
স্বাধীনতার বুকে আজ সন্ধ্যা তারা
মুক্তিকামী জনতা দিশেহারা,দিশেহারা--
পূব আকাশের অরুণ রবি
এখনো ভালবাসে লাল-সবুজের ছায়া তরু সবি
শুধু বাঙালি লুকে আছে বিদ্রোহী ভালবাসায়
দম্ভ অহংকার ক্ষমতা জনায় জনায়---
কবে বলবে তুমি জনতার মাঝে আসি
তুমি দেশপ্রেমিক!
তুমি বাজাবে সোনার বাংলার বাঁশি
মহান স্বাধীনতার যত আয়োজন
তোমার প্রাণে রবে জাতির প্রয়োজন।
আঁধারে তুমি ক্ষমতাধর তাই তো বল রবি!
দিবস জাগেনি তবু বল তুমি মহাকবি!
আমি বঙ্গকে ভালবাসি, বঙ্গ আমার সবি।
ওরে ক্ষমতাধর তুই জনতার কবে হবি ?
No comments:
Post a Comment