Friday, December 31, 2021

ভালবেসে গাইবে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩১-১২-২০২১ ইং

চৌদিকে অশুভ  বিকাশের জাগরণ,

বঙ্গতলে ভাঙ নি ঘুমঘোর শুভক্ষণ!

তুমুল গর্জে ওঠে এখনো দীর্ঘ্ রাজপথ

তার দু’ধারে দাঁড়ায়ে বিদ্রোহী শপথ।

 

আপন হৃদয়ে গাঁথেনি কভূ একবার

নয়ন মেলে দুদূর পানে চেয়ে দেখেনি শতবার

লক্ষ শহীদের রক্তে আঁকা সবুজ প্রান্তর

যে যার মতো  ছুটেছে দূরন্ত-দুর্বার!

 

অজস্র বিকাশের জাগরণ!!

তবু নেই অন্তর প্রবাহের উন্নয়ন

এক নির্লজ্জ মোহের উৎসবে হরষে হরষে

মুক্ত বাঙালি ছুটেছে দোসরের বেশে বেশে।

 

স্বাধীন জাতি আজ ধূসরের সন্ধ্যায়

সোনালী সূর্য্ খোঁজে মীরজাফরের অধ্যায়।

রক্তের দাগ এখনো মুছেনি !

বাঙালি স্বাধীনতার মর্ম্ বুঝেনি।

 

সকল প্রাণ যেন অচল অচেতন!

চৌদিকে উন্নয়ন তবু নেই জাগরণ।

কোথাও প্রেম নেইকো বাঙালি প্রাণ

ভালবেসে গাইবে সোনার বাংলা গান।

--------------------------------------------

No comments:

Post a Comment