Thursday, December 16, 2021

স্বৈর অনলে

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১৬-১২-২০২১ ইং

ক্ষমতা নহে গো হেথা পাপ-পঙ্কিল

যদি সে থাকে ন্যায় নিষ্ঠ বিশ্ব-নিখিল।

কভূ সে ঘৃণ্য নহে ফুটে যদি অযুত বিমল

পাপিষ্ঠ হবে তবে হয় যদি ধূসর বর্ণিল।

 

হে ক্ষমতা,শুনো না কভূ অসুরের বাণী!

অম্লের স্বাদ নিও না কভূ নশ্বর ধরণী।

সিংহাসন পেয়েছো বলে করো না অত্যাচার

এ ক্ষমতা নহে গো অবিন্শ্বর- চির অধিকার।

 

যত পাপ করে যাবে তুমি বিশ্ব সম্ভার

পাই পাই দিতে হিসাব বিচারিক প্রান্তর।

আজিকার লোভে আসন্ন হারাবে ওইদিন

অগ্নি জ্বালাবে তোমায় প্রতিক্ষণ-প্রতিদিন।

 

ক্ষমতার দাপটে দিয়ো নাকো গালি-

নিয়ো নাকো কেড়ে রাজ্যের থলি ।

ফিরে দাও ন্যায্য অধিকার সব

চাই না ক্ষমতা চাই না অর্থ্ বৈভব!!

 

ক্ষমতা নহে গো হেথা পাপ-পঙ্কিল

যদি সে থাকে ন্যায় নিষ্ঠ বিশ্ব-নিখিল।

লাল সবুজ তরে আমি বঞ্চিত অধিবাসী।

স্বৈর অনলে দিয়ো নাকে পুড়ে স্বাধীন শশী।

---------------------------------------------

No comments:

Post a Comment