Tuesday, May 31, 2022

জনতার পোষ্টারে

 


-কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩১-০৫-২০২২ ইং

**************************

অবাক তজুমদ্দিনের জনতা! অবাক করলে তুমি

তোমার আগমনে ‍জেগে উঠেছে মাতৃভূমি।

অবাক লালমোহন! ওরা যে ভাবেনি কোনদিন

ক্রমশ ছড়াবে তুমি মুক্তির আলো প্রতিক্ষণ!

অবাক বিদ্রোহী ! অবাক করলে আরো-

জনতার পোষ্টারে- নৌকা নহে অন্য কারো।

অবাক ভোলা! জনতার মনোনীত প্রার্থী এবার

চাই দেখি ওই সংসদে মহান নেতার কারবার

ভালোবাসার কাব্য্ যখনই নিয়েছি হাতে

যে নামটি উঠেছে ভেসে হৃদয় সাক্ষাতে

সে তুমি! শুধু তুমি! শুধু তুমি!

জনতার পোষ্টারে প্রেমের উত্তাল মোহনাতে

এবার তুমিই হাসবে ঊষার উদিত প্রভাতে

এতোদিন নিষ্পেশিত পদাঘাতই শুধু পেলাম,

এবার মুক্তি চাই, এবার তোমাকে চাই

শুধু তোমাকে চাই-  মহান সংসদে চাই

অবহেলিত -বঞ্চিত - লাঞ্চিত ধরাধাম----

আবু নোমান হালদার, সালাম, তোমাকে সালাম।

বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে নাহি ভাবলাম।

----------------------------------------

Monday, May 30, 2022

জনতার প্রার্থী

 


--কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট-কাপাসিয়া-গাজীপুর,

তারিখঃ ৩০-০৫-২০২২ ইং

*************************

জনতার প্রার্থী এসেগেছে ভয় করি নাকো আর

তুলেছে পাল ধরেছে হাল দুর্বার লস্কর।

জ্বলেছে পাঞ্জেরী তরীর মাস্তুল চলেছে অন্ধকার

তীব্র গতিতে কেটে যাবে সফেন-উজ্জ্বল রোদ্দুর।

নোঙ্গর হবে জনতার নৌকা বহুদুর-বহুদুর—

 

নোমান ধরেছে নৌকার দাঁড়, এইবার নির্ভ্য় যাত্রী

আসুক ঘুর্ণি ঝড় তুফান তবু সে জনতার প্রার্থী

জানি হে চৌদিকে প্রলয় মহাপ্রলয় জাগে

তবু সে তরুপল্লবে ফুলে ফুলে রাগ-অনুরাগে।

 

আবু নোমানের শিহরণ তজুমদ্দিনের ঘাসে ঘাসে

প্রেম ভালোবাসা লালমোহনে উদ্দাম উচ্ছাসে

জনতার স্বপ্ন বিপুল কল্লোলে মহাসমুদ্র জাগে

নির্মল হাওয়া অরণ্য্ পর্বতে পথে ঘাটে র্দুযোগে।

 

আজ জনতার প্রার্থী মুক্তিসভায় জনতার সম্মুখে

দৃঢ় শপথে উত্তাল মিছিলে একই ধ্বনি মুখে মুখে

যতদিন আছে আবু নোমান হালদার-ভোলার সম্মান

জনতা দিবে ভোট আসন্ন নির্বাচনের উত্তাল বান।

 

জনতার প্রার্থী এসেগেছে ভয় করি নাকো আর

তুলেছে পাল ধরেছে হাল দুর্বার লস্কর।

জানি হে চৌদিকে প্রলয় মহাপ্রলয় জাগে

তবু সে তরুপল্লবে ফুলে ফুলে রাগ-অনুরাগে।

-------------------------------------------

নেতা তোদের স্বপ্ন দিশা

 


-----কলমেঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৫-২০২২ ইং

************************

নোমান শক্তি নোমান প্রেম বলরে তোরা বল

ভোলার নৌকার দল।

স্বপ্ন তোদের তারই নিকট ছেলে লালমোহন

কিসের ভয়! উর্ধ্বে তোরা নাইরে ঝড় বাদল।

তজুমদ্দিন বল’রে তোরা বল।

 

তোদের ছেলে আবু নোমান চির সত্যের গান

ডাকছে তোদের প্রাণ খুলে আয়রে তোরা আয়

নেতা তোদের প্রেমের ঘাঁটি লাল-সবুজের প্রাণ

বিষম লাগে তোদের দুঃখে কোমল হৃদয় হায়।

 

তোদের নেতা আবু নোমান বলছে আজ শুন!

সদা হাস্য্ বিনয়ী- ন্যায়নীতি তার গুন

এই ধরণী তল

দুর্ণিনীতি অত্যাচার নাই রে বাহু বল।

 

মাদক সম্রাট কালোবাজারি তারই শত্রু দল

শুনরে তোরা শুন ,ওরে নৌকার দল

নেতা তোদের স্বপ্ন দিশা তোদের উন্নয়ন

জাতি তারে ভাল জানে করিস নারে ভুল।

----------------------------------------

 

 

 

Sunday, May 29, 2022

হে ভোলা-৩

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ ২৯-০৫-২০২২ ইং

****************************

হে ভোলা-৩, আজিকে তোমাদের স্বপ্নের দিন গোনা

সম্মুখে তো আমি দেখি বিপুল সম্ভাবনা।

আর নহে দেরী উদযাপনের লগ্ন

এসেছে জনতার নেতা জনতায় মগ্ন।

 

জানি হে তোমাদের অন্তরে নিরুচ্চারিত শব্দবাস

হৃদয়ের স্বপ্নীল মহলে ঘিরে আছে অফুরান বিশ্বাস

ক্রমশ গর্জে উঠেছে অশ্ববেগী উম্মাদনা

ক্রমশ এগিয়ে আসছে বিজয়ের দিন গোনা।

 

তোমাদের নেতা বীজ বপন করেছে সদ্য্

হে তজুমদ্দিন- লালমোহন হও সংঘবদ্ধ্

হে ভোলা-৩,তোমরাই গাইবে বিজয়ের গান

নির্বিক বজ্র কণ্ঠের ডাকে হও ঐক্যতান।

 

হে জনতা, দুর্ণিনীতি সন্ত্রাসে ভরে গেছে পৃথ্বী

জন নেতার পরশে গড়ে দিবো মুক্তির ভিত্তি

তাই নৌকার মাঝিকে করেছি সাধন

হে যাত্রী, আবু নোমান হালদারকে রক্তিম অভিবাদন।

--------------------------------------

Saturday, May 28, 2022

তুমি জনতার প্রা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৫-০৪-২০২২ ইং

***********************************************

আমজনতার চেতনাকে দিতে হবে খাঁটি দাম

হে জননেতা, নবরূপে সেই কথা জানালাম।

জানে না তো কেউ ছদ্মবেশী উঠেছে ক্ষেপে

অযোগ্য  সন্ত্রাসী সত্যের টুটি ধরেছে চেপে।

 

এখনই সময় জেগে উঠো ধ্বংসের আগে

ওরা এসেগেছে- ওরা বিনিদ্র জাগে !

ওরা দুর্ণিনীতিবাজ, চাঁদাবাজ সন্ত্রাসী দায়ভাগী

তা ভাঙিবার লাগি তুমি এসেছো কামান দাগি।

 

:আবু নোমান হালদার” জানি উ্জ্বল প্রদীপ তুমি

তুমি উঁচু শির এ স্বাধীন স্বদেশ ভূমি

অনেক বিরহে জনতা বুকে দেয় হাত চাপা

তবু মুক্তি নেই- তবু হয় না আসল নকল মাপা।

 

 

জনতা চিনে গেছে ! আর করো না মানা

তজুমদ্দিন-লালমোহনে চলেছে বন্ধনা

তুমি জনতার প্রাণ, তুমি মু্ক্তির কোলাহল

উত্তাল সমুদ্রে দিয়েছো হাওয়া নৌকার পাল।

 

জনতার প্লাবনে ধুয়ে যাবে কুৎসার জঞ্জাল,

ভেসে যাবে বিজয়ের তরী দৃঢ় মনোবল

মুক্তির ফুল ফুটবে তোমার ভালোবাসাতে

জনতা জিতবে! জনতা জিতবে!তোমার সঙ্গতে।

--------------------------------------

প্রতীক্ষায় তজুমদ্দিন- লালমোহন

 

প্রতীক্ষায় তজুমদ্দিন- লালমোহন

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৫-০৪-২০২২ ইং

****************************************************

নৌকার মাঝি ঘাটে ভিড়িয়েছে তরী-জমেছে ভিড়

ক্ষুদিত জনতা –গ্রাম- গঞ্জ –শহর

বিপুল উৎসবে মেতেছে আজ নিবিড়

এতকালের ভগ্ননীড়

কি উচ্ছল! আনন্দে বিহবল!

মুক্তির সন্ধানে ব্যাকুল জনতার দল,

আজ আর নেই- সেই হিংস্র নিবিড় শোকে

চোখে মুখে প্রাণে কি আনন্দ বহে সুখে !

জনতার প্রহরী এসেছে গেছে দুর্বিপাকে

দিগন্তব্যাপী দুর্ণিনীতির প্লাবন ঢাকে

মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার দীপ্তময়

নির্ভ্য় !

অবহেলিত বঞ্চিত জনতার বিষ্ময়!

কে আছে এমন তারে করবে ক্ষয় ?

চৌদিকে আবু নোমান হালদারের তরঙ্গ জোয়ার

জনতার অশ্বসোয়ার

নিয়েছে চিনে তারে বন্ধু অপার।

যে নেতার ডাকে উঠে প্রলয়

তাকে ঘিরেই জনতার বলয়

যে নৌকার পালে মুক্তির বাতাস বয়

সেখানে জনতার নোমান- চির অক্ষয়।

তাই প্রতীক্ষায় তজুমদ্দিন- লালমোহন

তুমি এসো হে আবু নোমান হালদার- ভয়হীন!

জাগায়ে দাও অন্তর চেতনা নৌকার পাল

সম্মুখে ওই বিজয় কেতন- মুক্তির বল।

---------------------------------------

জনতার নেতা

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৫-০৪-২০২২ ইং

****************************************************

উত্তাল জনতা নেমেছে রাজপথ, ভেঙ্গেছে খিল,

আবু নোমান হালদারের পক্ষে নিমগ্ন তাই দোলে মিছিল

নৌকার বিজয়ে ভোটারেরা পাড়ায় পাড়ায়

গেয়ে যায় মুক্তির গান বুকে বুক জড়ায়।

 

 

জনতার নেতা জাগায়ে তুলেছে হৃদয়-বিল

তাই জনতা এসেছে মিছিলে-নৌকার চলে মিছিল

অনেক দুর্ণিনীতিবাজ জনতার অধিকারে ছুঁড়েছে  ঢিল

টেন্ডারবাজ, চাঁদাবাজ দ্বীব বাসী করেছে বাতিল।

 

সদা হাস্য বিনয়ী জাগ্রত প্রতিবাদী নোমান

জনতার মুক্তিতে ছুটেছে দিশেহারা লালমোহন

তজুমদ্দিন রাত্রি-দিন- নির্ভয়ে নিখিল

দৃঢ় চেতা দুর্বার গতি চলে ‍সংগ্রামী মিছিল।

 

ভয়ে ভয়ে মাদক সম্রাট সন্ত্রাসী গুন্ডা চিল !

সততা আদর্শ্ দেশ প্রেম তুলেছে ক্ষিপ্ত ঢেউ ফেনিল।

জনতার নেতা এসেছে আজ আলোর সমারোহে

এবার অন্ধকার  দুর হবেই তুমুল বিদ্রোহে।

 

জানি হে নেই কোন অসৎ মোহ! কি গতিশীল!

জনতা জেগেছে তোমার পক্ষে –তুলেছে মিছিল

তোমার সততা-আদর্শ্  মাতৃকার চেতনা

সম্মুখ বিজয়ের অপার প্রেষণা।

 

জনতা এসেছে তোমার মিছিলে- গর্জে উঠেছে মিছিল

ওইসব সন্ত্রাসী দুর্ণিনীতি বাজদের জনতা ছুঁড়েছে ঢিল।

--------------------------------------------------

জনতার ইঞ্জিঃ আবু নোমান হালদার

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৮-০৫-০৪-২০২২ ইং

****************************************************

তুমি এসেছো বিপ্লবী বীর!সোনালী সূর্য্দয়।

যদিও অন্ধকার ছড়িয়ে রয়েছে সারা ভোলাময়

আজ তুমি  মশাল হাতে এসেছো উদ্দাম ভয়হারা।

গবির্ত্ করেছো লালমোহন- তজুমদ্দিন পাড়া পাড়া।

 

জনতা তোমাকে চায় অন্তরে অন্তরে

প্রেম  দাও নিত্য অবহেতি বঞ্চিতের দ্বারে দ্বারে

উত্তাল মিছিলে মিছিলে মুক্তির উদাত্ত আহ্বানে

বজ্র কন্ঠে ডাক দাও দ্বীপ বাসির উত্থানে।

 

জানি হে তোমার বিজয় ধ্বনিতে মুখরিত পথঘাট

এক আদর্শের পরশে তুমি প্রজ্জ্বলিত সম্রাট!

তুমি নৌকার পাঞ্জেরী তাই প্রত্যাশা তীব্রতর

ওই দেখ, শ্লোগানে শ্লোগানে ভোলা উত্তাল প্রখর।

 

সারা পৃথিবী জেনে গেছে বিজয়ীর নাম-

জনতার ইঞ্জিঃ আবু নোমান হালদার-ই প্রথম

অবহেলিত বঞ্চিত তজুমদ্দিন- লালমোহন

নৌকার পালে তুলেছে  আজ বিজয় কেতন।

 

জনতার ভালবাসায় তুমি চলেছো ধেয়ে সম্মুখে

কে রুখে আর ?

এ আদর্শ্ , এ সততা, এ বিনয় শেষ প্রতিজ্ঞা বুকে।

তুমি আছো তজুমদ্দিন-লালমোহন জনতায় মিশে

তাই নৌকার পাল উড়বেই বিজয়ী বেশে।

----------------------------------------------

Saturday, May 21, 2022

স্বপ্নের কাছাকাছি

 

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০৫-০৪-২০২২ ইং

বঞ্চিত জনতার মুক্তি হে- তুমি যে একজন

আজ আকাশে দেখেছি তোমায় পূর্ণির শুভক্ষণ

বাঙালি জেগেছে  বিপুল হরষে  রাত্রির আঁধারে

জনে জনে চলেছে উৎসব শিল্পির অমৃত সুরে।

 

লক্ষ জনতার মুছে গেছে ভীরু চিন্তার হিজিবিজি

তোমায় ঘিরে স্বপ্ন বুঁনেছে বঞ্চিত দ্বীপবাসি আজি

রক্তে রক্তে উঠেছে কল্লোল ধ্বনি- চালাও হে তরী

জাগো হে দুর্বার কান্ডারী- জ্বালাও হে পাঞ্জেরী।

 

অনেক ঠকেছি ,মরেছি -এবার করেছি অঙ্গিকার

তোমার নৌকায় চড়ে উত্তাল সমুদ্র দিবো পার।

ভয় কিসের হে অগ্নি- তুফান- ঘূর্ণি ঝড় !

তুমি উদয়! তুমি কৃতি সন্তান- তুমি মুক্তির স্বাক্ষর

 

ভোলবাসী বুঝে গেছে এবার গড়ে দিবে ইতিহাস

হবে না নতশির কভূ সন্ত্রাসীর সন্ত্রাস- পরিহাস!

তুমি উদ্দাম- তুমি দুর্বার- তুমি বিজয় কেতন

তুমি বঞ্চিতের চেতনা- তুমি লাল সবুজের ধ্যান।

 

সমুদ্রের উত্তাল তরঙ্গে তুমি করো হে আলিঙ্গন

তুমি সেই ইঞ্জিঃ আবু নোমান হাওলাদার-প্রিয়জন

তোমার নৌকায় চড়ে চলেছি স্বপ্নের কাছাকাছি

নির্ভয়ে চালাও হে কান্ডারী- যাত্রীরা সাথে আছি।

---------------------------------------

 

Wednesday, May 4, 2022

তিন পুরুষ পর

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৪-০৫-০৪-২০২২ ইং

**********************************

কত ইচ্ছে করে থাকি তব প্রাণ ঝরে!

কত কিছু রেখে যাই পূর্ণপালভরে।

তিন পুরুষ পর কেহ নাহি দীপ্তোজ্জ্বল

 দাদা- পিতা- আমি মুছে যাই অবিরল।

 

চিরতরে অবহেলে নিভে যাই  ধরণী তল!

নাম নিশানা ভুলে যায় অনাগত প্রজন্ম দল।

আমি ছিলাম কেহ নাহি বলে তিন পুরষ পর

জীবনের ভেলায় একি পেলাম অতঃপর।

 

তব মানুষ বসতি গড়ে নদীস্রোতোনীরে

মোহের দ্বার খুলে দেয় নশ্বর তীরে তীরে

এ স্রোত যেন থামেনা কভূ মৃত্যু অবদি

চাই চাই আরো হত যদি------

 

চিৎকার করে উঠি বজ্রের মত মেঘমন্দ্র স্বরে

ভুলে যাই আমি নই কেহ তিন পুরুষ পরে।

এ সব কিছু বিদ্যৎবেগে অনায়েস যাবে ভুলে

এ পৃথিবী রবে মুছে যাব আমি অনাগত দলে।

 

আমার রাজ্যে সে কি আনন্দ তার! সে কি গরিমা!

অথচ আমি নেই তার বুকে- এ কি মহিমা ?

তোমার তুমিকে পাবে না এ পৃথিবীর ভাঁজে

তিন পুরুষ পর তুমি হারাবে হায়-দিবা সাঁঝে।

Tuesday, May 3, 2022

বেসরিক

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩-০৫-০৪-২০২২ ইং

**********************************

সেই নৈতিকতা এখন বড় বেসরিক!

পেশী শক্তি আর অর্থ্ নির্ভয় নির্ভীক।

ক্ষমতা আর অর্থে কেনা যায় সম্মান

শিক্ষিত প্রবীণ জ্ঞানী গুনি নতজান।

 

কে তারে চিনে বল সমাজের ঘরে ?

নাহি তারে ডাকে কেউ সম্মান করে ।

নাহি কোন ধর্মাধর্ম্ নাহি কোন প্রথা

মানুষে আছে কিছু হিংস্র নগ্ন বর্বরতা—

 

নাহি কোন নৈতিকতা,নাই গুনিজন

নাহি কিছু সম্মান, নাই সিংহাসন

ক্ষমতার জীবনস্রোত বহে দিনরাত

অর্থের করাল গ্রাসে করিয়া আঘাত।

 

শিক্ষিত জ্ঞানী গুনি ব্যাথাতুর পরানে

এই অপমান সহে যায় একাকী ভুবনে।

অর্থ্ পেশী শক্তি তরঙ্গের চূড়ায় চূড়ায়

নীতি নৈতিকতা আজ মিথ্যে দুরাশায়।

 

সেই নৈতিকতা এখন বড় বেসরিক!

পেশী শক্তি আর অর্থ্ নির্ভয় নির্ভীক।

নৃত্য করে চলে যায় আজিকায় উল্লাসি

তব সমাজ তারে নতশির ভালোবাসি।

প্রবাসীর ঈদ উৎসব

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ৩-০৫-০৪-২০২২ ই

হৃদয় হতে ইচ্ছে করে তব রাসেল নিভৃত!

প্রবাসী জীবন নহে সুখাসীন ঊর্মিমুখরিত

সদা মাতৃকার প্রেম অন্তরে বেষ্টিয়া ধরি

প্রবল শেকড়ের টানে আপনার করি।

 

তব প্রাবাসে যারা আছে তপ্ত বালুকার তীরে

প্রিয় জন্মভূমির টানে বারে বারে ফিরে

ইথারে ভেসে পিতা মাতা স্ত্রী সন্তানের নীরে

তব সুখ নাহি ভীড়ে- জীবন সংগ্রাম তরে।

 

একটু সুখের আশায় প্রবাসী হয় বলিদান

একাকী জীবন গেয়ে যায় ঈদের কলগান।

সুর নাহি উঠে ‍দিবস নিশীতে বুকের মাঝখানে

তব উচ্ছাসি ঈদের আনন্দে প্রবাস -পানে।

 

ইস্পাত কঠিন পাষাণক্রোড়ে তীব্র হিমবায়ে

প্রবাসীর ঈদ উৎসবে সব প্রাণ এক হয়ে

আপন আপনার ব্যাথা ভুলে জনে জনে

প্রবাসী রাসেলেরা বন্ধন গড়ে সর্বলোকসনে।

 

দেশে –দেশান্তরে ঈদ উৎসবে নাহি কলোতান

আছে কিছু বিরহ ব্যাদনা প্রবাসের উদ্যান।

ঈদের খুশী নিত্য চলে যায় আবেগে উল্লাসি

একাকী প্রবাস জীবন তব সেও ভালোবাসি।

-------------------------------------

Monday, May 2, 2022

তব ঈদ আসে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২-০৫-০৪-২০২২ ই

ঈদের খুশীতে ভ্রমিয়াছি দূর সিন্ধুপারে

শেকড়ের টানে  ছুটিয়াছি শৈশব দ্বারে!

আনন্দ সব জাগিয়াছে স্বর্গ্ করি ভেদ

কষ্টরোধ করি যেন মিটিয়েছি সাধ।

 

ঈদের খুশীতে যেখানে উৎসবে ধরা

সেখানে তব কিছু ব্যাদনার বস্ত্রপরা।

উঁচু নীচু ব্যবধানে বয়ে যায় রাত্রি-দিন

অশ্রু ঝরে গৃহকোণে অন্নহীন -কত দ্বীন।

 

প্রেমশুন্য সংগীতবিহিীন কত ঈদ আসে

সাম্যের দ্বার খুলে কেহ নাই অসীম হরষে!

তব ঈদ আসে খূশীর আমেজে অনিমেষ

মুসল্লিম উম্মা জাগে নিদ্রাতন্দ্রাহত পরিশেষ।

 

তব ঈদ আসে উৎসবের মন্ত্র পাঠ করি,

ঈদের খুশীতে ভ্রমিয়াছি চিত্ত অগ্রসরি ।

শেকড় হতে ফিরে এসো আপনের তটে

নব উদ্দামে গর্জে উঠে হে পর্বতসংকটে।

 

ঈদের খুশীতে ছড়িয়ে দাও সাম্যের জাল

প্রাণে জ্বলিতেছে আগুন, পুড়িতেছে দল

তব ঈদ আসে উথরোল তরঙ্গে  উম্মাতে

দিন যায় রাত্রি আসে বৈষম্যের কষাঘাতে।

-----------------------------------------

অন্তর অন্তরে বিক্ষোভ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২-০৫-০৪-২০২২ ই

********************

অন্তরে অন্তরে সদা চলিতেছে অধ্যায়ন;

হিংসে বিদ্বেষ হানাহানি করিতেছে ভ্রমণ ।

ভালোবাসার প্রাণ নাহি আর মানুষের সনে

আপনার মোহে বেষ্টিত প্রাণ জগৎ পানে।


কুটিল হতে কুটিল জালে সুদুর্গম পরশ!

হৃদয় শুন্য প্রেম শুন্য অন্তর অশেষ।

চৌদিকে জ্বলন্ত বালুকারাশি রৌদ্রালোকে

তবু প্রাণ চায় পুলক ভূমি এই ভূ-লোকে ।


অন্তর হতে অন্তরে বিক্ষোভ জগৎ জুড়ে;

কোথাও তাল লয় নেই  প্রেমের অমৃত সুরে

দিগন্তবিস্তৃত যেন উষ্ণশ্বাস অগ্নিময়,

তপ্তদেহ,শুষ্ককণ্ঠ, সঙ্গহীন, নিঃশব্দ, নির্দয়।


একটু ভালোবাসার জন্যে বসি আছি বাতায়নে

অন্তরে অন্তরে বিক্ষোভ,প্রতিবাদ জনে জনে

কোন মীমাংসা নেই, চারিদিকে বিক্ষোভের গলা

তবু প্রেম নিশ্চুপ! নিস্তব্ধ নিরালা---


সাম্যের ডাক দিয়েছি তবু আকাশ মেঘগণ

আপনার মোহে ব্যস্ত পৃথিবী যে যার মতন!

অন্তর হতে অন্তরে বিক্ষোভ চলিছে অবিরাম!

তবু মীমাংসা নেই, প্রেম নেই নশ্বর ধরাধম।

-------------------------------------------


Sunday, May 1, 2022

ঈদের আনন্দ ভেলায়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১-০৫-০৪-২০২২ ই

চল হে যাত্রা করি ঈদের আনন্দ ভেলায়

সাম্যের ছন্দে মধুবিন্দুভারে মুসলিম উম্মায়

পরিব্যাপ্ত করিয়া এই প্রাণ মহাসিন্ধুনীর

চল হে ঈদের নামাজে উঁচু নীচু শির।

 

ঈদের কল্লোলগীতে উল্লসিত রঙ্গে

মুসলিম উম্মা জগো হে খুশীর তরঙ্গে।

দিক-দিগন্তরে ফুটাও হে পুস্প বিজয়

সাজ হে সাম্যের রঙে প্রেমের হৃদয়।

 

খুলে দাও বদ্ধ দ্বার মানবতার চেতনে

মানুষ মানুষের জন্যে নশ্বর ভুবনে

উৎসবসম উঠাও প্লাবন জগতের চারিধার

বহুকাল ধরে ঈদ আসিছে ঐক্য জানিবার।

 

ঈদের আনন্দ পরিপূর্ণ্ করি চল হে

নাহি ভাবি ধনী গরীব উৎসব প্রবাহে!

ঈদের শুভেচ্ছা তোমায় অমৃত সমাহারে

সংকীর্ণ্তা ভুলে যাও এই আনন্দ সম্ভারে।

 

কারো অশ্রু যেন নাহি ঝরে গৃহকোণে

দেশ দেশান্তরে ভেসে যাও খূশীর প্লাবনে।

চল হে যাত্রা করি ঈদের আনন্দ ভেলায়

সাম্যের ছন্দে মধুবিন্দুভারে মুসলিম উম্মায় ।

--------------------------------------------

আপনারে বাঁচিয়ে রাখো হে

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১-০৫-০৪-২০২২ ই

আপনারে বাঁচিয়ে রাখো হে বসুন্ধরে

ধরনীর সন্তান তব অনন্ত অবিনশ্বরে।

তুমি চিরন্তন হলে উদিবে রবি শশী ওই

জাগিবে পৃথিবীর আলো সবেরে লই।

 

দিগ্বিদিকে আপনারে দিও হে বিস্তারিয়া

একটি ভা্ল কাজে লিখিও নাম হিল্লোলিয়া

ভেঙ্গে ফেলো হে সংকীর্ণ্ প্রাচীর মর্মরিয়া,

উজার করে দিও হে  প্রাণ ভালোবাসিয়া।

 

এই পৃথিবী চায় হে আলোকে পুলকে

তুমি প্রবাহিয়া চলো নশ্বর ভূলোকে

জন্ম হতে মৃত্যুবদি আপনার কর্মগুনে

তুমি ফুটে থাকো ফুলে ফলে তৃণ প্রাণে।

 

একটি ভা্ল কাজে নিগূঢ় জীবনরসে

হয়তো রবে চির প্রবাহিয়া তরঙ্গ উল্লাসে

বন্ধু,আপনারে বাঁচিয়ে রাখো হে বসুন্ধরে

হৃদয়ের উথরোলে নশ্বর- অবিনশ্বরে।

---------------------------------------

 

হরিলুটের দেশ


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ১-০৫-০৪-২০২২ ই

***********************

একি হরিলুটের দেশ! প্রখর তপ্ত খরা

চৌদিকে জীর্ণ্ জরা ভঙ্গুর সিদ্ধ ধারা ।

এ কি স্বপ্নের দেশ! বহি দুর্ণিনীতির বোঝা

ক্ষমতার প্রবঞ্চনায় নাহি হয় তার সাজা।


রাজ্যে বৈষম্যের বোঝা,নাহি ভাবি মনে

শোষনের সুচতুর ‍দৃষ্টি ক্ষমতার নয়নে।

জুলুমের কুটিল বুদ্ধি শাণিত প্রখরা

বঙ্গ ঘিরে চলিছে তাহাদের মহরা।

তবু স্বাধীন ভাবি রাত্রিদিন বসি গৃহকোণে

শুধু দেখিনা মুক্তির আলোটা অসীম গগণে।

মিথ্যে বলে ছুটিয়াছে তাহারা বিশ্ববসুন্ধরা

আর সরল মানুষের কাছে বিজয় অধরা,

শুধু অধরা—


যুগযুগান্তর ধ'রে নিস্পেশিত জগতের শান্ত প্রাণী

তবু গর্জে উঠে কখনো সংঘবদ্ধ বজ্র ধ্বনি !

তুমি নির্ভয়ে নেও হে নির্ম্ল নিশ্বাস 

তুমি দৃপ্ত বিজয় নিশান এ মোর বিশ্বাস।


এদেশ হবে না কভূ হরিলুটের দেশ!

হে সৈনিক যুদ্ধের দূর্গে করো যদি প্রবেশ!

তুমিই তার প্রথম বিনাশ কিংবা সর্নাকরশ!

তুমি জাতির জাগ্রত প্রহরী অনিমেষ।