কলমেঃ
মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ২৮-০৫-০৪-২০২২
ইং
****************************************************
উত্তাল
জনতা নেমেছে রাজপথ, ভেঙ্গেছে খিল,
আবু
নোমান হালদারের পক্ষে নিমগ্ন তাই দোলে মিছিল
নৌকার
বিজয়ে ভোটারেরা পাড়ায় পাড়ায়
গেয়ে
যায় মুক্তির গান বুকে বুক জড়ায়।
জনতার
নেতা জাগায়ে তুলেছে হৃদয়-বিল
তাই
জনতা এসেছে মিছিলে-নৌকার চলে মিছিল
অনেক
দুর্ণিনীতিবাজ জনতার অধিকারে ছুঁড়েছে ঢিল
টেন্ডারবাজ,
চাঁদাবাজ দ্বীব বাসী করেছে বাতিল।
সদা
হাস্য বিনয়ী জাগ্রত প্রতিবাদী নোমান
জনতার
মুক্তিতে ছুটেছে দিশেহারা লালমোহন
তজুমদ্দিন
রাত্রি-দিন- নির্ভয়ে নিখিল
দৃঢ়
চেতা দুর্বার গতি চলে সংগ্রামী মিছিল।
ভয়ে
ভয়ে মাদক সম্রাট সন্ত্রাসী গুন্ডা চিল !
সততা
আদর্শ্ দেশ প্রেম তুলেছে ক্ষিপ্ত ঢেউ ফেনিল।
জনতার
নেতা এসেছে আজ আলোর সমারোহে
এবার
অন্ধকার দুর হবেই তুমুল বিদ্রোহে।
জানি
হে নেই কোন অসৎ মোহ! কি গতিশীল!
জনতা
জেগেছে তোমার পক্ষে –তুলেছে মিছিল
তোমার
সততা-আদর্শ্ মাতৃকার চেতনা
সম্মুখ
বিজয়ের অপার প্রেষণা।
জনতা
এসেছে তোমার মিছিলে- গর্জে উঠেছে মিছিল
ওইসব
সন্ত্রাসী দুর্ণিনীতি বাজদের জনতা ছুঁড়েছে ঢিল।
--------------------------------------------------
No comments:
Post a Comment