Saturday, August 1, 2020

দিন শেষে মানুষের দুঃখ

------------------------কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

পৃথিবীর যে কোন রাস্তায় যে কোন লোককে ডেকে বলো,

ঈদ প্রতিটি মানুষের উৎসবের সঙ্গী, আনন্দের সঙ্গী

মনে পড়ে সেইসব দিনগুলোর কথা?

আজ কেন এতো বিরহ গাঁথা !

কেন ঈদকে এড়িয়ে যাবার এতো চঞ্চলতা!

ঈদে অনেক আনন্দ ছিল,এ উৎসবকে ঘিরে

পৃথিবীর মাঝে এক সাম্যের বন্ধন গড়ে যেত মানুষ থেকে মানুষে

জাতি ধর্ম্ বর্ণ্ নির্বিশেষে-

আজ এই ঈদ মানুষের প্রাণে এক বেদনার চাহনি,

চিনতে পারেনি, বুঝতে পারেনি মানুষের যন্ত্রনা

পৃথিবীর যে কোন রাস্তায় যে কোন লোককে ডেকে বলো,

ঈদ প্রতিটি মানুষের উৎসবের সঙ্গী, আনন্দের সঙ্গী

তবুও দিন শেষে মানুষের দুঃখ!

এই দেখ সেই ঈদের মাঝেও মানুষের কান্না,মানুষের হাহাকার,

এই দেখ চিরচেনা সেই খুশীর ঈদে মানুষেরা খুশী নেই!

আতংকিত পৃথিবীর বাঁকে বাঁকে মানুষেরা ভুলে গেছে

আনন্দের ঠিকানা-

মৃত্যু ভয়! ভাঙ্গা প্রাণ! দু’চোখে ধূসর ধোঁয়া

অর্থনৈতিক বিপর্য্য় কেভিড-১৯ এর দ্বিধা

মানুষের প্রাণে এক অস্থিরতা, খুশীময় ঈদের খেলা…

খুঁজে পাইনি

এই দেখ সেই খুশীর ঈদে বিষাদের ছায়া , বেদনার চাহনি—

একই ঈদ

শুধু আনন্দটা নেই,শুধু খুশীটা নেই………..

---------------------------------------১-০৮-২০২০ ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

 


No comments:

Post a Comment