Saturday, February 26, 2022

জাতিয় শ্লোগান

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২৬-০২-২০২২ ইং

মুক্তির লক্ষে হরষে  জয় বাংলা ধ্বনি

বাঙালি প্রাণে প্রাণে নিয়েছিল টানি

এক আত্মায় ভেসেছিল রক্ত প্লাবন

তুলেছিল বিজয়ের  ধ্বনি সুনীল গগণ।

 

মাতৃকার সব তরু লতা গিরি নদী বন

নির্ম্ল সমীরণ-

জয় বাংলা শ্লোগানে কম্পিত বঙ্গ সমীর

উত্তাল তরঙ্গে জাগ্রত গঙ্গা -দীপ্ত সমর ।

 

যে ধ্বনি অন্তরে গাঁথা জীবন –সমাজ !

মুক্তির মন্ত্রে আজো সে দীপ্ত বিরাজ

বাঙালির ঐক্য রূপে বারম্বার ডাকি

জয় বাংলা  শ্লোগান অন্তরে রাখি—

 

মুক্তির শ্লোগান তব প্রাণতপ্ত বুকে

যুগে যুগে কিছু সন্তান স্তন দিয়ে মুখে

মাতৃকার রক্ত চোষে মিটায় শত ক্ষুধা

অযুত লক্ষ ব্যাদনায় অনুপম বসূধা।

 

যোদ্ধার দুর্গম পথে জয়-বাংলা শ্লোগান

মুক্তি যুদ্ধের বিপুল সাহস-বিজয় নিশান

বজ্র কণ্ঠে তুল হে জাতিয় শ্লোগান

এখনো জাগায় সে ঐক্যের স্বপন।

---------------------------------------

No comments:

Post a Comment