Friday, July 8, 2022

পদঘাত করি

 

দুর্ণিনীতির মুখে পদঘাত করি,

লড়ি,অসত্যের বিরুদ্ধে লড়ি !

গড়ি, আমি যে বিদ্রোহ গড়ি

বজ্র ধ্বনি ‍তুলি প্রলয়ঙ্করী !

আমি উচ্ছৃঙ্খলের শৃঙ্খল দড়ি ।

বঞ্চিতের দলে গিয়ে ভিড়ি

হই, আমি হই পাঞ্জেরী-

আমি খোঁজি  মানব মুক্তির সিঁড়ি ।

 

No comments:

Post a Comment