শ্লোগান আর শ্লোগান চারিদিকে,
ভয় নেই আমি এসেছি উদার বুকে!
জয় বাংলা আজ জয়বাংলার কলরব
বিদ্রোহী চূড়া থেকে নেমে এসো সব।
এতো সেতুবন্ধন কখনো দেখেনি কেউ
চৌদিকে উত্তাল জনতার উদ্দাম ঢেউ।
জনতার প্রেমে জেগেছে পথ ঘাট !
আর আমি চির সাম্যের প্রচ্ছদপট।
No comments:
Post a Comment