বিভক্তি
কলমেঃ আমিনুল এহছান মোল্লা।
তারিখঃ ২৬-০৭-২০২৪ ইং
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
************************************
বিভক্তির বাংলাদেশ অনুপযুক্ত ভালোবাসায়!
বিভক্তির বাংলাদেশ বিচ্ছেদের পতাকা উড়ায়।
দেশ প্রেমের কবিতায় -ছন্দ- তাল -লয় না থাকায়
এখানে অনলের লেলিহান শিখা স্বাধীন পতাকায়,
এখানে প্রাণগুলো বিছিন্ন হয়ে থাকায়
প্রতি পদে পদে তরী ডুবে রক্ত গঙ্গায়।
বিভক্তির বাংলাদেশ;জাতিকে বিদ্রোহ করে দেয়,
যদিও স্বাধীন পতাকা লাল সবুজে অনিদ্য সুন্দর!
তবুও লক্ষ শহীদের রক্ত চিহ্ন আমাকে ভাবায়!
ওরা কারা আমার মা’কে বিভক্তি করে দেয় ?
-------------------------------------------
No comments:
Post a Comment