Wednesday, May 14, 2025

আজ জিজ্ঞাসা অযূত

 

আজ জিজ্ঞাসা অযূত

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ১৪-০৫-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

---------------------------------

আজ জনগণ তৃপ্তিহীন তিক্ত বক্ষপুটে,

একখানি চিঠি দিতে চায় শাসকের তল্লাটে!

 

সালাম, সালাম, হে কান্ডারী, হে রাজ্যপতি,

দিয়েছিলাম একখানি স্বাধীন পতাকার জ্যোতি!

আজ জিজ্ঞাসা অযূত অপার বজ্র কণ্ঠে ডাকি,

স্বপ্নের গণতন্ত্র কেন মরিতেছে রক্ত-ধুম্র- আঁখি?

 

জনতার বুকে বুকে নিরাশার দীর্ঘশ্বাস শুধু

ফুলে ফুলে কেন স্বৈরাচার-ফ্যাসিষ্টদের মধু?

বৈষম্য-অত্যাচার- নিপীড়ন- দিকে দিকে নিন্দ্রাহীন শশী,

রাত্রির আঁধারে শুভ্রতা গ্রাসিয়াছে রাক্ষস-রাক্ষসী!

 

দুষ্টের অনাদি বীর্য্ রহিয়াছে জেগে সিংহাসনে,

চোর -ডাকাত –দস্যু মাতিয়াছে লুটতরাজ অগ্রাসনে,

রক্ত ঝরা স্বাধীনতায় ভূত প্রেত আজ যাইতেছে দেখা,

মুক্তির অলো নিভিতেছে আঁধার পথে পথে একা।

 

কোথায় অসস্প্রদায়িক চেতনার ঐতিহ্য-গড়িমা?

সুষম বন্টন কি আছে শৌর্য্ সাম্রাজ্যের সীমা?

যে শহীদের রক্ত ছিল অকলঙ্ক মুক্তির বিভা,

আজ জিজ্ঞাসা অযূত কে ডুবাইল গৌরবের দিবা!

 

হে শুনো, লাল-সবুজকে ধরিয়াছে বিচ্ছেদের নিশা,

জনতা শেষ ! এখনো জাতির মিটে নাই স্বাধীনতার তৃষা।

------------------------------------------------

 

No comments:

Post a Comment