জ্ঞানের সিন্ডিকেট
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-০৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------
ওরে কে বাজাবে সেই চির
সত্যের বাজনা!
এখন আর কেউ সেই সুর মধুর
মন্দ্রে রচেনা।
ষড়ঋতুর মতো বদলে গেছে
চেতনার তরঙ্গ,
মৌসুমী ফুল ফলের মতো
চিত্ত নাচিছে মহারঙ্গ।
কাননের ফুল আর কাননে নেই
দিবস –রজনী,
কীটেরা শূলে শূলে রচিয়াছে
মিথ্যে কল্প কাহিনী।
কি অদ্ভুদ ! মৌসুমী
জ্ঞানী-গুনি মায়ের আঁচলে,
গিরগিটি মতো রঙ পাল্টিছে
ক্ষমতার পালাবদলে।
সত্যের কলম অসত্যের দিকে ছুটিছে
উম্মাদ স্রোতে-
গল্প কবিতা ইতিহাস রচিছে শাসকের
মর্জি মতে!
মৌসুমী জ্ঞানী-গুনির বিষ্ফোরণে জ্বলিছে বঙ্গ
ভূমি,
এর চেয়ে দুঃখ আর কি হতে
পারে- বলো মা তুমি?
জ্ঞানীর সত্য রশ্মি যদি থেমে
যায় মাতৃ-লোকে,
জাতির পরাজয় আসবেই
মীরজাফরের আলোকে।
কি বিচিত্র জ্ঞানের
সিন্ডিকেট! ক্ষমতার উৎস মূলে-
স্বার্থের সেতু বন্ধন
গড়িয়াছে মৌসুমী ফুল-ফলে!
কতটুকু অসৎ হলে চুপসে যায়
ঋতু বদলে,
বলো না ওদেরকে জ্ঞানী বলি
কি করে বঙ্গ তলে?
------------------------------------------
No comments:
Post a Comment