Tuesday, February 27, 2024

রোজার চাঁদ

 

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ২৭-০২-২০২৪ ইং

**************************

ওই উঠেছে রোজার চাঁদ আকাশের গায়,

জাগ হে জাগ সুবহে সাদিক আল্লাহ’র ভয় !

হতে যদি চাও তুমি তাকওয়াবান,

অন্তঃকরনে লুফে নাও সিয়ামের বিধান।

যদি তুমি রোজা রাখ এই পৃথিবীর তর,

প্রভূ হতে তার প্রতিদান পাবে কাল হাশর।

শুন হে  শুন-ওই উঠেছে রোজার চাঁদ,

জাগ হে জাগ -হে মুমিন- ভেঙ্গে অবসাদ।

সেজদায় লুটে ক্ষমা চাও বিগতের গুনাহ,

তিনি মহান- ক্ষমাশীল, দয়াবান আল্লাহ ।

ওই উঠেছে রোজার চাঁদ জান্নাতের রাইয়্যান,

জাগ হে জাগ সুবেহ সাদিক হে মুসলমান।

ডাকছে ওই জান্নাত রাইয়্যান ওহে ঈমানদার,

রোজার ঢালে মুক্তি নিশ্চয় মুত্তাকী বান্দার।

ওই উঠেছে রোজার চাঁদ হও রোজাদার,

বরকতময় মুক্তির মাস ঘোষনা আল্লাহ’র।

--------------------------------------

No comments:

Post a Comment