Monday, June 30, 2025

ক্ষমতার পদতলে

 

ক্ষমতার পদতলে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

*******************

রন্ধে রন্ধে এখন শুধু উষর বালুকাধূসর!

অস্থির রূপ ধরিয়া উড়িতেছে বঙ্গ প্রান্তর।

 

নাহি কোন সাম্য সম্প্রিতি,নাহি কোন ঐক্যের গান,

নাহি কোন দেশপ্রেম, নাহি কোন কোমল প্রাণ।

চৌদিকে দাউ দাউ জ্বলিতেছে প্রতিশোধের বহ্নিবান,

শত্রুরা আঁধার মুকুট পরিয়া তুলিতেছে বজ্র-তুফান!

 

বজ্র কণ্ঠে বিপ্লবী মহা রাজপথে মবতন্ত্র ডাকিছে,

নব বন্দোবস্তের আলোকে বঙ্গ পতাকা পুড়িছে।

এমন সমাজ কেউ আগে দেখেনি রক্তে রঞ্জিত,

শিষ্টাচারের দুভির্ক্ষে নম্রতা- ভদ্রতা-এখন লজ্জিত!

 

এ কোন সমাজের উদ্ভাস শুরু হলো নব বিপ্লবে?

বিপ্লবী কেন হারালো পথ,কোন অসূর শক্তির উদ্ভবে?

কোথায় সেই বৈষম্যেহীন জগ-মাতানো সংগীত তান,

এখনো বৈষম্যের হুলিয়া চলে গোলা বারুদ-মেশিনগান।

 

এখনো অপমান লাঞ্চিত হয় সমাজের জ্ঞানী গুনি জন,

এখনো ভিন মত পথ অবরুদ্ধ হয় মবতন্ত্রের গর্জ্ন-তর্জ্ন!

এখনো ন্যায়বিচার পিষ্ট হয় ক্ষমতার পদতলে নিয়ত,

সেই বিপ্লবীরা কোথায়, অযূত জিজ্ঞাসা এখন সতত ?

 

-------------------------------------------------

No comments:

Post a Comment