তুমি করলে বৈধ
তুমি করলে বৈধ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
তুমি করলে বৈধ ! অন্যে করলে
অবৈধ-মন্দ,
ক্ষমতার আড়ালে তুমি এক
বৈষম্যকারী ছন্দ।
যা করছো যা দেখছি এ নহে গো
বিপ্লবের মন্ত্র,
এ এক মুনাফিক চরিত্রে রচিত
ফ্যাসিবাদের তন্ত্র।
রাঙা চোখের হুমকি দুমকি
মবতন্ত্রের পরোয়ানা,
আজ যেন করেছে বৈধ স্বাধীন ভূমির
সামীয়ানা।
অন্যে করলে অশুভ ! তুমি করলে শুভ
বসুন্ধরা,
এ কোন ফরমান করলে জারি অনলে
পোড়া?
আজ গণতন্ত্রের হাতে পায়ে ডান্ডা
বেড়ি- কত কি,
বদলাতে এসে তুমি নিজেই নিজেকে
দিয়েছো ফাঁকি!
এ ফন্দি! এ সন্ধি! লাগামহীন
অশ্বের মত ছুটিছে,
এর দিগন্ত কোথায়? কে জানে? কোথায়
হারিয়েছে ?
সবকিছু তুমি করলে বৈধ! অন্য করলে
অবৈধ পথ,
এ মীরজাফরী তন্ত্র মন্ত্র ধূলিসাৎ হবে মৃত্যুর
জগৎ।
যতটুকু বর্তমান, যতটুকু দেখছি, এ
এক নব্য ফ্যাসিবাদ,
তুমি করলেও অবৈধ! অন্যে করলেও
একই মতবাদ।
আজ কেন বিচারিক এজলাসে এতো বৈষম্য ধারা!
আজ নয় কাল প্রকৃতির আদালতে পড়বেই
ধরা।
------------------------------------------
No comments:
Post a Comment