নিঁপুন সৌন্দর্য্
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
শহর গঞ্জ গ্রামে শুনেছি
গগণবিদারী আর্তনাদ!
দেখেছি নারীর নগ্ন দেহে কতটা
নিষ্ঠুর কষাঘাত!
নিজের ঘরেও সম্ভ্রম হারা রক্তের
ক্ষত চিহ্ন উচ্ছল,
মানুষরূপী পশু হায়েনা ঝাপটে
ধরেছে যুবতীর ফুল!
এখন জাহেলীর দৃশ্য স্বাধীন
ভূমিতে হিংস্র ব্যাকুল,
অনেকটা উশৃঙ্খল! অনেকটা অগ্নি
শিখার দাবানল!
শাসকের মসনদ আজ অন্ধ বিকল নির্বোধ
অচল!
দন্ডহীন কান্ডারী এর আগে কেউ
দেখেনি বঙ্গ তল।
ওদের উম্মাদনা মাতলামি কি উচ্ছল
!
ক্ষমতার তরঙ্গ যেন হাঙ্গরের
সন্ধানে ব্যাকুল জল।
পশুর পশুত্তে নারীর কোমাল দেহ
ক্ষত বিক্ষত বিষাক্ত,
নররূপী শাসকের শক্তি খামছে ধরেছে
সতিত্বের রক্ত!
নারীর অশ্রুজল বয়ে চলেছে
সমুদ্রের সীমানা পেরিয়ে,
ধর্ষকেরা লাফাচ্ছে তবু নিশ্চুপ
শাসকের বিবেক বিষ্ময়ে!!
বিষ্ময়কর জুলুম অত্যাচারে
স্বাধীনতা গ্রাসিত হচ্ছে আজ,
দিগন্তব্যাপী রাগ ক্রোধ হিংসা
প্রতিশোধের উগ্র কারুকাজ।
শান্তির ভিতরে অশান্তির ঝড়ো
হাওয়া তপ্ত অনল,
নারীর পবিত্রতাকে অপবিত্র করেছে
শাসকের দুষ্টবল।
এমন বিপ্লব চায়নি, এমন স্বাধীনতা
চায়নি আলোহীন-স্বপ্নহীন,
প্রাণে প্রাণে বিপুল অশান্তির
প্রলয়,জুলুম অত্যাচার নিন্দ্রাহীন।
পৃথিবীর নিঁপুন সৌন্দর্য্ নারী আর
তারেই করেছে অপমান,
অথচ তুমি দেখনি কতটা পশুত্বে ভরা
তোমার বিপ্লবী সন্তান।
---------------------------------------------------
No comments:
Post a Comment