শান্তির কান্ডারী
শান্তির কান্ডারী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ৩০-০৬-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
****************************
সামাজিক অস্থিরতা চৌদিকে ব্যাকুল
উচ্ছাসভরে,
মানব সভ্যতাকে গ্রাসিয়াছে হিংসার
তোলোয়ারে।
কোথাও শান্তির কবিতা নেই ছন্দের
সুন্দর গতি,
দিকে দিকে পাষাণ হৃদয় টুটি ধরিছে
চেপে অতি!
কি এক ভয়ানক সামাজিক অস্থিরতা!
প্রাণে প্রাণে ভয় আতঙ্কের তীব্র
ব্যাকুলতা।
আগুনের শিকল বেড়ি বাঁধা জনতার
চঞ্চল চরণে,
কিছু বললেই ক্ষতি আর ক্ষতি
শাসকের দুঃশাসনে।
শান্তির পদকে অশান্তির মুকুট
পরিয়াছে কান্ডারী,
সাধুতার পোষাকে অসাধু প্রেমে
যাইতেছে মত্ত করি।
কি এক মীরজাফরের খেলা চলিতেছে
সংগোপনে,
পরাজিত শক্তিরে আনিতেছে ডাকিয়া
সিংহাসনে।
ধর্ষিত নারী -লুণ্ঠিত স্বাধীনতা-
গণতন্ত্রের মতবাদ,
স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ-নব্যধারা
করিতেছে চাষাবাদ।
বিপ্লবের বিপ্লবী হারিয়েছে পথ
বৈষম্যের তন্ত্র-মন্ত্র,
নিত্য শপথ ভাঙ্গিছে শুভ শক্তি নত
শির- মবতন্ত্র!
কান্ডারী নিশ্চুপ! ঠিক যেন
পশু-বিহঙ্গ কীটপতঙ্গ,
বিষাক্ত শূলে শূলে রক্ত চুষিছে
স্বাধীনতার অঙ্গ।
বিপ্লবীর বিপ্লব এখন বিবর্ণ্ ফ্যাসিবাদের
নব্য ধারা !
শুধু মসনদের হৈ চৈ দেখি চেতনাবিহীন অদ্ভুদ ধরা।
দিকে দিকে সামাজিক অস্থিরতা
বুদবুদ সম পাষাণ,
অথচ শান্তির কান্ডারী নিশ্চুপ জগৎ-ব্যাপ্ত সমাধিসমান!
-------------------------------------------
No comments:
Post a Comment