ক্ষমতার চক্ষু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৫-৫-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-------------------------------------
জানি হে-এই জীবন সুখে
দুঃখে হাসি ও ক্রন্দনে,
ঐক্য ও সাম্যের গান গেয়ে যায়,
কঠোর বন্ধনে।
কোন জীবন নহে পরিপূর্ণ্
ধরনীর সমুদ্র মন্থিতে,
তবু মানুষ কিছু চিহ্ন
রেখে যায় গ্রন্থিতে গ্রন্থিতে।
কখনো মানবিক, কখনো
উগ্রতায় করে কোলাহল,
কখনো স্বর্গিয়, কখনো তীব্র
নরকের দাবানল !
মানুষই উত্থান, মানুষই
পতন আপনার ফলাফল,
কখনো শুধরায়,কখনো গন্তব্য
হারায় ধরা তল।
তবু মানুষই পথ চিনে, পথ
গড়ে বৈচিত্রের বসূধায়।
যদি ক্ষমতার চুক্ষ অন্ধ
হয়ে যায় কর্মশৃঙ্খলায়।
তখন সে আর নিজেকে দেখে না
কালো অধ্যায়।
সে কত ভয়ঙ্কর দৈত্য দানব
ফ্যাসিবাদ-স্বৈরাচার!
এ বড় দুর্ভাগ্য জাতির,
আদি-অন্ত এ মাতৃক্রোড়ে,
মসনদে বসলেই ক্ষমতার
চক্ষু হয় অন্ধ প্রতিটি প্রহরে।
ক্ষমতায় গেলেই সাধু হয়
অসাধু!
ক্ষমতার চক্ষু শুধু দেখে
অনৈতিক যত মধু।
রহস্যে ঘেরা মসনদ,ক্ষমতার
চক্ষু ,নেতার বক্ষ,
কেউ পারেনি মিটাতে জনতার
আশা নিরপেক্ষ।
No comments:
Post a Comment