Tuesday, July 8, 2025

মারুফের চিৎকার

 

মারুফের চিৎকার

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৬-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

আমাকে বাঁচাও -মেডিকেল নাও - এক্সিডেন্ট করেছি ভাই,

মানুষ দেখলো,মানুষ শুননো তবু কাছে কেউ যায় নাই !

ওরে তোরা কি শুনেছিস মারুফের চিকারখানি?

তার কণ্ঠে বেজেছিল ব্যাদনাতুর মৃত্যুর বজ্রধ্বনি!

 

মারুফের চিকারে কম্পিত হলো পথ ঘাট সমীরণ,

তবু মানুষের প্রাণ জাগেনি মানবতার ডাকে মৃত্যুক্ষণ।

রক্তমাখা শরীরে নিথর দেহ তব চোখের অপলক দৃষ্টি,

মানুষ বুঝেনি, মানবতা বুঝেনি মারুফের অশ্রুবারি কৃষ্টি।

 

পৃথিবী কতটা অমানবিক কতটা নিষ্ঠুর তাহা কি জানো?

কেউ বুঝনি শরীরের ভাঁজে ভাঁজে কতটা যন্ত্রনা বিছানো।

মারুফ আর আসবে না! আর ডাকবে না চিৎকারে চিকারে,

সে অভিমানে চলে গেছে রক্তমাখা শরীরে দূরে- বহুদূরে!

 

তবু বলে যায়নি এই পৃথিবী বড় নিষ্ঠূর, বড় নির্দ্য়,

রক্তে রক্তে লিখেগেছে মানবতার কবিতা মৃত্যুসময়।

রক্তে মাখা মারুফের নিথর দেহ অলক দৃষ্টি!

ধরনীর ভাঁজে ভাঁজে করেগেছে শুন্যতার সৃষ্টি।

 

হে মারুফ! তুমি ভালথেকো অনন্তের ঠিকানায় অফুরান,

দুইহাত তুলে এই ফরিয়াদটুকু করি আল্লাহ মেহেরবান।

-------------------------------------------

 

 

No comments:

Post a Comment