Wednesday, July 9, 2025

সমাজের ভূমিটা

 

সমাজের ভূমিটা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৯-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

এইভাবে চলতে থাকলে আসন্ন দিনে দেখবে তুমি,

আগাছা গন্ড মুর্খ্ নির্বোধে ভরেগেছে সমাজের ভূমি!

 

যদি এ সংস্কৃতি বদলাতে না পারো জ্ঞানী গুনিজন,

বিচারহীনতার অগ্রাসে পদধূলিত হবে তুমি সর্বক্ষণ!

এখনি শুরু হয়েগেছে মববাদ, স্বৈরবাদ,ফ্যাসিবাদ,

কান্ডারী গর্জনে তর্জনে করেছে মীরজাফরের চাষাবাদ।

 

দুষ্টের সবল বাহু রাঙা চোখ টগবগিয়ে উঠেছে চারিদিক,

দেশদ্রোহীদের তন্ত্রে মন্ত্রে হারিয়েছে মুক্তির দিশা মৌলিক।

সবুজের বুকে রক্তে আঁকা মানচিত্র চেপে ধরেছে জল্লাদ,

জলে –স্থলে বন- জঙ্গলে লাশ আর লাশের সংবাদ!!

 

এই বিচারহীনতার দৃশ্য জাহেলী যুগের লেশমাত্র ভাগ,

কে ওরা ক্ষমতার দৃশ্যপটে কল্লা ধরেছে রাগ-অনুরাগ?

সমাজের ভূমিটা অসূরের তপ্ত অনলে পুড়েগেছে আজ,

বিভক্তি ঢুকেগেছে মত পদ আদর্শের নোংরা কারুকাজ।

 

কারা এই সাম্য ঐক্য সম্প্রীতি বিনষ্টকারী ?

এইভাবে চলতে থাকলে তুমি মসনদ হারাবে হে কান্ডারী।

বিচারক নয় তবু বিচারক গুন্ডা- মাস্তান- প্রতারক,

কি করে আশা করো মুক্তি এই সমাজের ভূ-লোক?

----------------------------------------------

 

No comments:

Post a Comment