মাইলষ্টোন ট্রাজেডী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২১-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
একুশে জুলাই মাইলষ্টোন
ট্রাজেডী,মৃত্যুর দূত!
আগুনের লেলিহান শিখা দেখেছে
বিশ্বে অদ্ভূদ!
দুরন্ত শিশুদের প্রাবন্ত শরীরে
মৃত্যুর শূল,
কি নির্ম্ম ভয়ানক দৃশ্যে ফুটেছে
দেহ কূল!
ঝলসানো শরীরে ক্ষত বিক্ষত রক্তে
রচে গেল,
এ পৃথিবীর বুকে ব্যদনাতুর কবিতা
অশ্রুজল।
কি নিষ্ঠুর মৃত্যুর পরোয়ানা জারি
করেছে অধিশ্বর,
গগণ বিদারী কান্নার রোল শুনেছে
কি নশ্বর!
জ্বলন্ত শরীরে কত অসহায় প্রাণ
অপলক দৃষ্টিতে,
বিধাতার করুণা খুঁজেছিল তারই
মানবিক সৃষ্টিতে।
মানবের কোন ভুল কিংবা নিষ্ঠুর
কারুকার্যে তপ্ত গলিত,
সতেজ দেহ প্রাণে রচিত হল মৃত্যুর
কবিতা অকম্মাৎ!
মাইলষ্টোন ট্রাজেডীর কাব্য মেনে
নিয়েছে ইতিহাস,
এ শুধু নয় নিয়তির শাস্তি,
কান্ডারীদের নগ্ন পরিহাস।
যেখানে জ্ঞানের আলো ছিল উজ্জ্বল
প্রদীপের মত,
সেখানে কেন আঁচরে পড়লো যুদ্ধ
বিমান শির নত?
কে দিবে ফিরিয়ে এই সব কঁচি কাঁচা
শিক্ষার মঞ্জরী?
নিষ্ঠুর অনলে বিচ্ছিন্ন হল দেহ
প্রাণ মৃত্যু সহচরী!
নেই নেই কোথাও নেই সোনামণিদের সেই হাসিমুখ,
প্রাণে প্রাণে বসত গড়েছে আজ হৃদয়
ভরা নব নব দুঃখ।
একুশে জুলাই মাইলষ্টোন ট্রাজেডী আঘাত
দিল বুকে,
হে প্রভূ দয়ার হাত বাড়াও,রক্ষা
করো হে –সভ্যতাকে।
-------------------------------------------------
No comments:
Post a Comment