Wednesday, July 16, 2025

ওরে শত্রুর মিত্র

 

ওরে শত্রুর মিত্র

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ১৬-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

ওরে মূর্খ্, ওরে নির্বোধ ছুটেছিস কোন বিকারে!

ক্ষুদ্র স্বার্থে কারে করেছিস আপন এই সংসারে?

 

ওরে তৈল পানি কভূ মিশেনা চির বন্ধুর মর্মমূলে,

এখানে মীরজাফরের মন্ত্র কলুষের বেদনা শূলে।

ওরে চেতনা হারা মায়ের চঞ্চলা অপ্সরী,

আজ তোর গতি থেমে গেছে ওরে কান্ডারী।

 

দিবস রজনীর সেই নৃত্য আজ নিত্য ঝরি ঝরি,

তোরেই পাকড়াও করেছে উঁচু শির নত করি।

মৃত্যস্নানে আজ তোরই জীবন তোরই মান সম্মান,

দিকে দিকে উঠেছে বেজে বহ্নিবান নোংরা শ্লোগান।

 

ওরে শত্রুর মিত্র, ওরে পথহারা আজ কেন উতলা?

আজ তোর মিত্রই তোরেই দিয়েছে কামড় উজলা।

--------------------------------------------

No comments:

Post a Comment