Wednesday, July 9, 2025

ইঁদুরের বিষ দাঁত গজিয়েছে

 

ইঁদুরের বিষ দাঁত গজিয়েছে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ৯-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-------------------------------------

ইঁদুরের বিষ দাঁত গজিয়েছে ঋতু বদলের প্রাক্কালে,

সে এখন উঁকি মারে গর্তের মুখে এসে প্রতি সকালে।

 

কুটকুট করে কাটতে চায় উর্ব্র ভূমির ফুল -ফসল -ধান,

কিন্তু সে বুঝে না এ জোয়ার তার মৃত্যুকে করে উদ্ভোধন।

সম্মুখে ভয়ঙ্কর ফাঁদ! বিষাক্ত সাপের বিষ দাঁত,

কিন্তু বোকা ইঁদুর উল্লাসে নাচে নৃত্যের অভিজাত!

 

এ যে নিছক ভন্ডামী, বোকামি পতনের উল্লাস,

পরাজয়ের দিকে লাগামহীন ছুটে চলা দুরন্ত অভিলাষ!!

ইঁদুরের বিষ দাঁত গজিয়েছে চেতনাবিহীন উম্মত্ত অধীর,

কি এক চঞ্চল পুলকরাশি শরীরের মর্মে লাগে অস্থির !

 

ইঁদুর বুঝে না ক্ষণিক জোয়ার আসিয়া দিয়েছে ধরা,

এ আনন্দ নহে গো চির আনন্দ আসন্ন দিনের বসুন্ধরা।

ইঁদুরের বিষ দাঁত গজিয়েছে নব যৌবনের রাগে

এ দাঁত ভেঙে যাবে একদিন গর্জ্ন তুলিবার আগে।

 

হে ইঁদুর বিষদাঁত দমন করে রেখো ঐক্যের বিপুল তানে,

আজকের বিষদাঁত তোমাকেই দংশন করিবে আসন্ন দিনে।

------------------------------------------------




No comments:

Post a Comment