বাঁচতে দেওনি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
শুনেছি মানুষেরাই মানবতার দীপ্ত
এক নাম,
তাই মানুষই হয়েছে শ্রেষ্ঠ সৃষ্টি
এই ধরাধাম।
আজ সেই মানুষেরাই ক্ষত বিক্ষত
দেহে বঙ্গ ভূমি,
অদ্ভুদ নিঃশব্দে ছুটেছে ঝলসানো
শরীরে,তবু তুমি!
শরীরের অস্থি মজ্জা গুলো খসে
পড়ছে তপ্ত জমিনে,
দিক বেদিক ছুটেছে তো ছুটেছে মৃত্যু
প্রায় স্পন্দনে।
কি নিষ্ঠুর পৃথিবী, কি যন্ত্রানাদায়ক
দৃশ্য- বুঝেনি মানুষ!
কেউ এগিয়ে আসেনি! একটুকু জলও
দেয়নি দগ্ধ নিবাস ।
শুনেছি মানুষেরাই মানবিক চেতনার
দীপ্ত প্রাণ,
আজ সেই মানুষেরাই নির্দ্য় হিংস্র
চিত্তের অগ্নিবান।
মৃত্যু সম্মুখে তবু বাঁচতে চেয়েছিল অদম্য সাহসে,
মানুষ তাকে আশ্রয় দেয়নি,সাহায্য
করেনি উল্লাসে!
তপ্ত রাস্তায় ঝলসানো শরীরে এই
পৃথিবীকে বলেগেছে,
আমি যদি হেরে যাই কি জবাব দিবে
বিধাতার কাছে?
মানুষ তুমি শ্রেষ্ঠ মানুষ হতে
পারনি সভ্যতার চিত্র এঁকে,
এই দেখ তোমাদের বর্বর চিহ্ন শরীরের
বাঁকে বাঁকে।
আমি বাঁচতে চেয়েছি তোমাদের মাঝে
ভয়হারা উদ্দাম,
তোমরা বুঝলে না, তোমরা দিলে না এ
মিনতির দাম।
বিদায়, বিদায় হে পৃথিবী, মানুষ
পেয়েছো,মানবতা পাওনি,
ব্যাকুল ছুটে গিয়েছি, এই দেখ
ঝলসানো শরীর,বাঁচতে দেওনি।
-----------------------------------------------------
No comments:
Post a Comment