রাজনীতির হিংসা বোমারু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২৩-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
রাজ্যের নীতি আজ সংক্রামক রোগে,
আই সি ও তে মৃত্যুর মুখে একযোগে।
দিকে দিকে এখন যমদূতের পূর্বাভাস,
প্রাণগুলো ভয়ে কম্পিত ঘূর্ণি-বাতাস!!
কোন মহাবীর নেই যে ধরবে জাতির
হাল,
হিংস্র হায়েনা ঘামছে ধরেছে
স্বাধীনতার পাল।
গোপনে গোপনে দিচ্ছে আগুন বাংলাতে,
এই খবর দিয়েছে দেশপ্রেমিক
অশ্রুতে !
সভা সেমিনার শ্লোগানে কি বার্তা
দিচ্ছ নিশীদিন,
জাতি যে আজ স্বপ্নহীন-অজানা পথে
দিনদিন।
সেই যুদ্ধের যোদ্ধারা রুদ্ধ
অবরুদ্ধ দেশ জুড়ে,
ছদ্মবেশী দেশপ্রেমিকেরা উদিত
ভুঁই ফুড়ে!
মীরজাফেরেরা গর্জেছে রন্ধে রন্ধে
বীর মদে,
এই স্বাধীন মাতৃকা কি নিরাপাদ
ওদের কাঁধে?
জনতার ভাষা কেউ বুঝেনা এই স্বাধীন
মাতৃকায়,
রাজ্যের নীতি আজ সংক্রামক রোগে
মৃত্যু প্রায়!
নেতা দেখেছি নেতৃত্ব দেখেনি
রাজনীতির বহরে,
স্বার্থের মহরায় প্রহরী হতে
দেখেছি প্রতিটা প্রহরে।
রাজনীতির হিংসা বোমারু মাতৃকার
রক্ত পান করে,
রাজ্যের নীতি আজ সংক্রামক রোগে
মুক্তিরে মারে।
--------------------------------------------
No comments:
Post a Comment