Wednesday, July 23, 2025

যদি এখনি শপথ না করো

 

যদি এখনি শপথ না করো

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২৩-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

সহনাভূতি- সহমর্মিতা –ঐক্য ক্রমে ক্রমে ছিন্ন,

বাংলা যেন উম্মোচন করেছে ভয়নাক যত ঘৃণ্য।

 

বাঙালির সুরগুলো বেসুর বেতাল ব্যাকরণহীন কৃষ্টি,

সাধুতার ভিতরে অসাধুরা ক্রমশ দিতেছে কু-দৃষ্টি।

শৃঙ্খলের তাবুতে বিশৃঙ্খলেরা নিয়ত করেছে ভ্রান্ত,

শুভ্র প্রাণেরাও হারাচ্ছে পথ তাগুতের নির্দয় চক্রান্ত।

 

দেশদ্রোহীর ছুরিকা নিয়ত আঘাত হানে ফুলের বৃন্তে,

অপসংস্কৃতির ধারক বাহক শত্রুদের পারেনি চিনতে।

ঘাতক চরিত্রের সংমিশ্রণে জাতি হারিয়েছে চৈতন্য,

রক্তে ঝরা স্বাধীনতা পেয়েও স্বাধীনতার মর্ম নগন্য।

 

নিছক ব্যক্তি স্বার্থে ভুলেছে জাতি সভ্যতার দৃঢ় মন্ত্র,

নিয়ত হত্যা করেছে মানুষের ঐশ্বর্য্ মানবতার তন্ত্র।

মিথ্যে আর মিথ্যের সন্ধি বন্ধনে করেছে ঘৃণ্য যুদ্ধ,

অপতন্ত্রে- ভয়তন্ত্রে সভ্যতার দিশারী আজ অবরুদ্ধ।

 

শুধুই ব্যক্তি স্বার্থে সত্যকে আড়াল করেছে কান্ডারী,

কেন স্বাধীন জাতির গভীরে এত ‍কু-তন্ত্র এত বৈরী?

যা কিছু দেখছি যা কিছু ঘটছে দেশদ্রোহীদের তৈরী,

যদি এখনি শপথ না করো সমুদ্রে পথ হারাবে তরী।

----------------------------------------------

 

No comments:

Post a Comment