অমানবিক দৃশ্য
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ২১-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
কি অমানবিক দৃশ্য ভেসে উঠল
নেপথ্য পৃথিবীতে!
ছেলেটির সমস্ত শরীর ঝলসে গেছে ভয়ানক
অগ্নিতে।
বাঁচার কি আকুতি তবু কেউ শুনল না,কেউ
দেখল না,
এদিক সেদিক পাগলের মত ছুটল, কেউ
বুঝল না।
আগুনের লেলিহান শিখার শত্রু
প্রচ্ছন্ন জোয়ারে,
পোড়া চামড়াগুলো খসে পড়ছিল
ক্ষয়িষ্ণু খোয়াড়ে।
ছেলেটি বিপন্নর দিকে তবু নিশ্বাঃস
নিতে নিতে,
যমদূতের শব্দ যখন শুনছিল তপ্ত
ধূলো-বালিতে।
তখনও বজ্র স্বরে উপস্থিত জনতারা নগ্ন
পরিহাসে,
ভিতর মানবতাকে জাগাতে পারেনি
কোষে কোষে।
এ কোন অমানবিক বীজ বুঁনেছে আয়ূতে
আয়ূতে,
মৃত্যুর কোলে তবু মানবতা সুপ্ত
স্নায়ুতে স্নায়ুতে!
ঝলসানো শরীরে! এদিক সেদি ছুটেছে
দীর্ঘ্ নিঃশ্বাসে!
ভয়ঙ্কর অমানবিক দৃশ্য! মানবতার
নক্ষত্র গেছে খসে,
মাইলস্টোনের ট্রাজেডী যেন অমানবিক
দৃশ্য মিলাল,
এমন নিষ্ঠুর মানবতা আজ মানবিক
বিশ্বকে কাঁদাল!
হে মানবতা জেগে উঠ স্তব্দ দিনের
পরে চুতুর্দিক,
প্রাণে প্রাণে মৃত্যুতাড়িত আজো -বেঁচে
আছি ঠিক!
-----------------------------------------------
No comments:
Post a Comment