Sunday, July 20, 2025

মুক্তি যুদ্ধের মন্ত্র নিয়ে

 মুক্তি যুদ্ধের মন্ত্র নিয়ে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২০-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

মুক্তি যুদ্ধের মন্ত্র নিয়ে,জাগরে আবার নতুন করে,

লাল সবুজকে ধররে তোরা দেশ প্রেমের মন্ত্র পড়ে।

 

আয় তোরা আয়রে সবে দিকে দিকে যারে ছুটে,

কল্লা ধরে হেচকা টানে মাররে তোরা তীব্র চোটে!

থাকিস না আর চুপটি করে, দেখরে মায়ের অশ্রু ঝরে,

শত্রুরা ওই আসছে ফিরে আকাশ বাতাস পাহাড়- চুঁড়ে!

 

কেমন করে মায়ের বুকে জ্বলছে ওই দোসর জ্যোতি!

ওদের মন্ত্র তোদের বুকে কেমনে ছড়ায় রাতারাতি?

থাকিস না আর চুপটি করে, জাগরে এবার মায়ের বুকে

মুক্তি যুদ্ধের মন্ত্র নিয়ে তুমুল ঝড়ের ঘূর্ণিপাকে।

 

তোদের জন্যে মুক্তিযুদ্ধে মরছে যে বীর লাখে লাখে,

কিসের আশায় ছুটছিস তোরা দেশদ্রোহীদের শাখে শাখে?

কেমনে তোরা ভুলিস ভাইরে রক্তে লেখা বিজয় গান,

সম্ভ্রম হারা অশ্রুজলে আসছে তোদের মায়ের নিশান!

 

মুক্তি যুদ্ধের মন্ত্র নিয়ে,জাগরে আবার বহ্নিবান!

শত্রুরা ওই আসছে ফিরে লক্ষ শহীদের রক্তবান।

থাকিস না আর চুপটি করে টানছে ওরা শিকড় ধরে,

রূপটি ওদের ছদ্মবেশী মীরজাফরের ডানায় উড়ে।

 

জাগরে তোরা জাগরে ভাই মুক্তি যুদ্ধের মন্ত্র নিয়ে,

পরিচয় তোদের বীর বাঙালি, যুদ্ধ রণের যুদ্ধ জয়ে!!

লাল সবুজের সোনার বাংলা রক্তে লেখা অমর গান,

শহীদ মিনার -স্মৃতি সৌধ- স্বাধীন বাংলার ঐক্যতান।

 

মুক্তি যুদ্ধের মন্ত্র নিয়ে,জাগরে আবার নতুন করে,

লাল সবুজকে ধররে তোরা দেশ প্রেমের মন্ত্র পড়ে।

 

-----------------------------------------------

No comments:

Post a Comment