অভিশপ্ত সংস্কৃতি
অভিশপ্ত সংস্কৃতি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ১০-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
এ যেন এক অভিশপ্ত সংস্কৃতির
ভয়ঙ্কর পরোয়ানা!
বাঙালির মৌলিক সূত্রকে
গ্রাসিয়াছে শকুনের ছানা।
সমুদ্রের সলিল রয়েছে পড়ে,শুধু
তরঙ্গ নাই,
থমকে গেছে নদীর স্রোত,দিগন্ত
রেখা নাহি পাই।
এ যেন এক অভিশপ্ত সংস্কৃতির
দুরন্ত উম্মাদনা,
লাল সবুজের ভাঁজে ভাঁজে বেজে উঠে
সর্বক্ষণা।
সেই বাঁশির সুর,সেই স্বর ধ্বনি
আজ যেন দুরাশা,
দিকে দিকে প্রতাশার চিত্রে দেখি
নির্মম হতাশা!
শিষ্টাচার -নম্রতা –ভদ্রতা জনে
জনে উদ্র উশৃঙ্খল,
আজ যেন অভিশপ্ত সংস্কৃতি
ভেঙ্গেছে জাতির শৃঙ্খল।
ধোকা মুনাফিকের সংস্কৃতি
বিপ্লবের বিপ্লবীর মাঝে,
আজ যেন বিশ্বাস ঘাতকে আঁকা
মীরজাফরের সাজে।
এমন চিত্র শিল্পী জাতি চাইনি
মুক্ত স্বাধীন আকাশে,
জাতি চেয়েছিল সত্যিকার মুক্তির
সূর্য্ অসূর বিনাশে!
যে বৈষম্যকে প্রত্যাখান করেছি -তাই
দেখছি পলে পলে,
সেই অভিশপ্ত সংস্কৃতি আবার এসেছে
ফিরে বঙ্গের তলে।
কোথায় বিবেক! কোথায় নব ধারা!কোথায়
শুভ্র হৃদয়?
সেই পুরানো ব্যাধি আজো দেখি বিপ্লবীর
অস্থিমজ্জাময়।
এ যেন এক অভিশপ্ত সংস্কৃতির
ভয়ঙ্কর পরোয়ানা!
বাঙালির মৌলিক সূত্রকে
গ্রাসিয়াছে শকুনের ছানা।
----------------------------------------------
No comments:
Post a Comment