এ কোন সভ্যতার শোভা?
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ১৩-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
সভ্যতার মাঝে এ কোন
অসভ্যতা ডাকিলে তুমি!
বিশ্ব বলিছে এখন জাহেলী
যুগের তন্ত্রে এ বঙ্গ ভূমি!
চারিদিকে মানুষ দেখল অপলক
দৃষ্টি স্পন্দিত প্রাণ,
একটি যুবকের গগণ বিদারী চিৎকার
-অশ্রুবান!
কেউ শুনল না, কেউ দেখল না
কঠিন পাথরের বর্বরতা,
রক্তে রক্তে রঞ্জিত হল
পীছ ঢালা রাজপথ তবু মৌনতা,
ধীরে ধীরে লুটিয়ে গেল
যুবকের শক্তি বল চিরবধি,
বাংলার আকাশ বাতাসে রচিত
হল মানবতার সমাধি।
এতো পৈশাচিক নারকিয় বর্বরতা
এমন বর্ণে এমন গন্ধে,
বাংলার বুকে কেউ দেখেনি এমন
গানে এমন ছন্দে!
কি অমানবিক রূপের লীলায়
জাগালে হৃদয়পুর !
এ পৃথিবী কাঁদলো তুমি
কাঁদলে না ব্যাদনা বিধুর ।
কঠিন পাথরের আঘাতে আঘাতে
রক্তের তরঙ্গে ভাসালে,
একটি মানুষের দেহ তরী! কঠিন
যন্ত্রণাময় মৃত্যুর আড়ালে।
এ কোন সভ্যতার শোভা, এ
কোন শাসকের বিচারিক এজলাস!
এ কোন দৈত্যদানবের জাহেলী
যুগের নিষ্ঠুর বর্বরতা পরিহাস?
-------------------------------------------------
No comments:
Post a Comment