Monday, July 21, 2025

টুটি ধরো চেঁপে

 

টুটি ধরো চেঁপে

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

তারিখঃ ২১-৭-২০২৫ ইং

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

-----------------------------------

চির সত্যের দৈন্যতা এসেছে আজকে বঙ্গ মাতায়,

বীরে বীরে চেতনার বিপুল ব্যবসা দেখি উচ্ছলায়।

 

সেই শুকুনেরা আবার এসেছে নিষ্ঠুর রাঙা চোখে,

ক্ষত বিক্ষত করেছে স্বাধীন শরীর এ মাতৃলোকে!

চেতনার যে মূল ভিত্তি সেখানে এখন দ্বন্দ্ব আগুন,

বিশ্বাস ঘাতকের নমুনা,ঘৃণিত মীরজাফের সুরতান।

 

সত্যের মাঝেও চির সত্যের দৈন্যতা দৃশ্য আজ,

রক্তে পাওয়া লাল সবুজেও দেখি ‍ঘৃণ্য কারুকাজ!

নির্বোধ চেতনাধারীরা নিলর্জ্জ হয়ে উঠেছে অধীর,

চেনতার কোণে আস্তানা গড়েছে দেশদ্রোহী শিবির।

 

শুব্রতার আড়ালে এখনো সেই কালো ধারা মতবাদ,

এখনো দেশদ্রোহী তন্ত্রের ফুল ফুটে নিয়ত উগ্রবাদ।

চেতনা চেতনা করতে গিয়ে সত্যেরা আজ নির্বাসনে,

অশুভ মতবাদ দিয়েছে চাপায়ে ছলনার আয়োজনে।

 

হুজুগে- গুজবের অগ্রাসনে বীরেরা ছুটেছে আত্মসমর্পণে,

আর মূল চেতনার গভীরে সত্যের দৈন্যতা দেখি বহুগুনে।

এইভাবে চলতে থাকলে স্বাধীনতার সমাধি হবে দ্রুত!

কালো শক্তিরা ধূ্র্তের মতো শক্তিশেলে জাগবে সতত।

 

হে বীর সর্ত্ক হও এখনো তুমি লক্ষ শহীদের ঋণে,

কালো শক্তির টুটি ধরো চেঁপে বিপ্লবী মন উদ্ধোধনে।

----------------------------------------------

 

No comments:

Post a Comment