জনতার যুদ্ধ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ১৩-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
মানবতা বিপন্ন আজ;চৌরিদিকে
মবতন্ত্র- ভয়তন্ত্র!
শাসকেরা প্রত্যহ গর্জে
উঠেছে মুক্ত স্বাধীন স্বৈরতন্ত্র।
অপমৃত্যুরা হয়েছে সঙ্গী;
মবতন্ত্রের নিয়ত আক্রমণ,
পথে পথে রক্তের আলপনা;ভয়ঙ্কর
দৃষ্টের উদযাপন।
মানব সভ্যতাকে গ্রাসিয়াছে
মবতন্ত্রের হিংস্র পরোয়ানা,
জল্লাদেরা বুকে চেপে বসে আছে-নিরহ জনতার
অস্তানা।
বদলায়নি, একটুকু বদলায়নি চাঁদাবাজদের
ক্ষুধিত প্রাণ,
জাতির সম্মুখে আজ নব্য
ফ্যাসিবাদ মববাদ দেশদ্রোহী গান।
মসনদের কান্ডারী নিশ্চুপ!
দিকে দিকে রক্তে লাল পথ,
নব্য শত্রুর আঘাতে ক্ষত
বিক্ষত বিপ্লবের দীপ্ত শপথ।
প্রতিবাদীর প্রতিবাদ
স্তব্দ! প্রত্যেকে নির্বাক বঙ্গ সীমানায়,
বিবেকের চোখ অন্ধ বধির
অপ্রতিরোধ্য একান্ত নিরালায়।
সমাজের দর্পণগুলো থর থর
কম্পণে ফ্যাসিবাদের গর্জ্ন,
লাল মিয়া পালিয়েছে, কালা
মিয়া পূরণ করেছে শুন্যস্থান।
বিপুল যন্ত্রনা বুকে নিয়ে
এবার যদি হয় যুদ্ধের ঘোষণা,
সে যুদ্ধ হবে জনতার
যুদ্ধ, আজই শুরু করো দিন গোনা।
মুক্তিযুদ্ধের লাল
প্রতিবিম্ব জাতির বিজয়ী পতাকা,
আসন্ন দিনে আসে যদি
ক্ষিপ্ত দিন ছাড়তে হবে এলাকা।
--------------------------------------------------
No comments:
Post a Comment