আর কবে গাইবে তুমি
আর কবে গাইবে তুমি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ১৪-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
হে স্বাধীন জাতি, দৃশ্যমান সেই
রক্তের কোলাহল,
তরঙ্গ গতিতে ছুটেছে তারা এখনো
অবিচ্ছন্ন অবিরল।
স্বাধীনতার স্পন্দনে তারা শুন্য
তব রুদ্র মূর্তি বেগে;
মুক্তির তরী ডুবাতে চাহে
দিবানিশি বিনিন্দ্র জেগে।
দিকে দিকে চুড়ান্ত প্রতিশোধের নেশায়
উঠেছে রেগে,
সেই পরাজয়ের ব্যাদনা জেগেছে আজ
বহ্নিভরা মেঘে।
প্রতিশোধের বহ্নিশিখা বিচ্ছুরিয়া
উঠেছে রক্তিম স্রোতে,
ঘাতকের ঘুর্ণাচক্রে ঘুরে ঘুরে স্বাধীনতা
আজ কষাঘাতে!
ওরা মিশেগেছে তোমার রক্ত বর্ণে
জাতির স্তরে স্তরে;
অথচ বিজ্ঞ বুঝনা এসেছে ওরা
মীরজাফরের সূত্র ধরে।
হে স্বাধীন জাতি, দিকে দিকে
দেখছো সুর্যচন্দ্রতারা যত,
ওরা সব পরাজিত শক্তি! সেই পুরানো
শুকুনের মতো।
এখনো শহীদের রক্তে পাওয়া
স্বাধীনতা অন্তহীন দূর,
তুমি তুলেছো নির্বোধের
মতো প্রেমহীন -শব্দহীন সুর।
তুমি এখনো মায়ের সন্তান হতে
পারনি নিরন্তর প্রাণ,
চির শক্রকে এনেছো ডেকে সর্বনাশা
প্রেমে এ উদ্যান।
ওগো, আর কবে গাইবে তুমি উন্মত্ত
সে অভিসারে?
যে গান দিয়েগেছে পূর্বসূরী সোনার
বাংলা সুরে সুরে।
---------------------------------------------
x
No comments:
Post a Comment