ভদ্র ছেলেটাও আজ
ভদ্র ছেলেটাও আজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৭-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
--------------------------------------
ভদ্র ছেলেটাও আজ ভয়ঙ্কর
সন্ত্রাসী চাঁদাবাজ!
বাবা মায়ের অবাধ্য সন্তান সমাজের
গুটিবাজ।
এ কি রাজনীতি এলো ভাই, এ কি দেখি
ছবি!
মদ জুয়া আফিমে ভদ্র ছেলেটাও
মাতাল কবি।
শুধু এই দেখ, এ কি পরিনতি ভদ্র ছেলেটার!
আজ যেন অসুর দোসরের সঙ্গী হিংস্র
কুলাঙ্গার।
বুকে ফুলে রাঙা চোখে তাকায়
সমাজের হীন দুর্ব্ল,
বজ্র কণ্ঠে বলে আমি নেতার ডান
হাত বাহু-বল।
ভদ্র ছেলেটাও আজ বিপুল বেদায়দব
বজ্র ধ্বনি,
নারী পুরুষ বৃদ্ধ বনিতা থর থর কম্পিত
কাঁপনি !
এ কি রাজনীতি এলো ভাই,নীতি আদর্শ্
কিছু নাই
ভদ্র ছেলেটাও আজ ভয়ঙ্কর
সন্ত্রাসী গুন্ডা ভাই।
গন্ড -মূর্খ্ -বেয়াদব –নেশাখোর-মাতাল
ধর্ষ্ক,
রাষ্ট্র সমাজের আতঙ্ক বোঝা
কলঙ্কের সবদিক।
এই কি রাজনীতি এলো ভাই, এই আলো,
এই হাওয়া,
ভদ্র ছেলেটাও আজ ভয়ঙ্কর দৈত্য
দানবের তপ্ত ছায়া।
-----------------------------------------------
No comments:
Post a Comment