আবারো ভুল করেছিস
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ১৬-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
ওরে আবারো ভুল করেছিস ঝংকার
মুখরা,
তোদের বিজ্ঞ জ্ঞান অবরুদ্ধ আজ
বসুন্ধরা।
তোরা পাবি না ,কভু পাবি না সেই
দিগন্ত রেখা,
এত ভুল! বারে বারে ভুল তোর চিত্র
পটে লেখা!
কারে তুই আহবান করেছিস এ যুদ্ধের
রনরনি,
সেতো তোর চির শত্রু চির ধবংস চির অসনি !
তুই যে মোহে শত্রুরে করেছিস
আমন্ত্রণ উতলা,
এ তোর অযোাগ্যতা! মেরুদন্ডহীন
শক্তির কাফেলা।
ওরে সম্মুখে তোর চিরশক্রুর
ধ্বনি-পদধ্বনি,
তুই কি শুনতে পারিস? আমি তো
নিত্য শুনি।
বিষ পাত্রে তোরা মধু ঢেলেছিস
নাহি জানে কেউ,
এ বিষেই তোরা মরবি রক্তে নাচে
প্রকৃতির ঢেউ।
ওরে আবারো ভুল করেছিস গন্ড মূর্খের
ব্যাকুলতা,
এ ভুল যদি শুধরাতে না পারিস কেউ
শুনবে না কথা।
তোদের এই পরগাছা মনোভাব
মীরজাফরের রূপ,
ওরে বড় সন্নিকটে ভয়ঙ্কর পরাজয়
ব্যাথা পাবি খুব!!
-----------------------------------------------
No comments:
Post a Comment