আমি চাই তোর সঙ্গ
আমি চাই তোর সঙ্গ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ১৫-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
ওরে বিপ্লবী নাই কোন শোক, নাই
কোন ভয়!
তোরা সবে গুড়িয়ে দে তুমুল ঘূর্ণি
ঝড় প্রলয়।
মুক্তিযুদ্ধের বিপ্লবী চেতনায়
অসুর যত কর ক্ষয়,
ওই দেখ আবার জেগেছ শকুনের দল
সূর্যোদয়।
ওরা মুনাফেক, ওরা মীরজাফর তবু ভয়
নাই তবু নাই,
তোরা লক্ষ শহীদের বংশধর ;বীর
যোদ্ধাদের জাত ভাই।
তোরা বিজয়ী পতাকার উজ্জীবিত
প্রাণ এই বিশ্বধূলি,
কভূ মাথা নুয়াবার নয়,তোরা
স্বাধীন মাতৃকার শৈলী।
তোরা পূর্ব্সূরীর তন্ত্রে
মন্ত্রে গড়া অদম্য সাহসী প্রাণ,
আগামী যুদ্ধের অকুতভয় বীর-
দুরন্ত- দুর্বার পালোয়ান।
বিদ্রোহী মনোভাবে প্রতিবাদে জেগে
উঠ ঝলকে ঝলকে
এখনি দেশদ্রোহী কুলাঙ্গারের
কল্লা চেপে ধর দিবালোকে।
ওরা এসেছে তোরা পতাকা কেড়ে নিতে
উচ্ছাস ভরে,
তবে তুই কেন থমকে আছিস জরা জীর্ণ্
ক্লান্তিভরে?
তোরা তো সেই লক্ষ শহীদের রক্তে
আঁকা পতাকার শৈলী,
স্বাধীন মাতৃকার প্রত্যয়ী বীর
সন্তান,তা কি করে যাস ভুলি?
ওই দেখ, চেয়ে দেখ কতক ছদ্মীবেশী
দেশপ্রেমিক,
পরাজিত শক্তির বার্তা নিয়ে এসেছে
এই মাতৃলোক।
তুই লাল সবুজের গান, তুই মুক্ত
সমীরণের তরঙ্গ,
তুই চঞ্চল যোদ্ধা, অতুল্য বীর,আমি
চাই তোর সঙ্গ।
-------------------------------------------------
x
No comments:
Post a Comment