যে মুক্তির কথা ছিল
যে মুক্তির কথা ছিল
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
তারিখঃ ১৭-৭-২০২৫ ইং
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
-----------------------------------
নিরপেক্ষ থাকার কথা ছিল
নিরপেক্ষতা নাই,
কথা ছিল বাগানে গোলাপ ফুটবে- ওরে
ভাই।
কাননে দেখি বিষাক্ত কাঁটা -আগাছা-পরগাছা,
ফুলে ফুলে জন্ম দিয়েছে রক্ত চুষা
শকুনের ছা।
বিশ্ব দেখেছে লাল-সবুজের বাগানে
কতটা বিষ্ময়,
কতটা আত্মঘাতি কতটা মীরজাফরের পরিচয়!
এখানে বজ্র কণ্ঠেরা সত্য বলে না
গভীর হৃদয়,
এখানে প্রতিবাদীরা স্বার্থের
আড়ালে নিশ্চুপ রয়।
যে মুক্তির কথা ছিল যেখানে
শুন্যতার চাষাবাদ,
স্বপ্নের মাঝে দুঃস্বপ্নেরা
বিচরণ করেছে অবাধ।
কথা ছিল মুক্তির নব সূর্য্ উঠবে বিপ্লবের রক্তে,
এখন রচিত হয়েছে বিভক্তের কবিতা
অনুরক্তে।
তারুণ্যেরা বিপথে ছুটেছে শিশির
বিন্দুর পরশে,
হাতে হাতে ফ্যাসিবাদের তলোয়ার গর্জেছে
হরষে!!
সেই বিপ্লবের বাণী বদলে গেছে
গুরুদা’র পরামর্শে,
বিপ্লবীরা এখন ছুটেছে দোসর তন্ত্র
মন্ত্রে আদর্শে।
মুক্তির ভিতরে মুক্তি
নেই,শান্তির চুল্লিতে অনল,
যে মুক্তির কথা ছিল সেখানে
ফ্যাসিবাদের বাহু বল।
---------------------------------------------
No comments:
Post a Comment