Thursday, May 23, 2024

এখন দেখি মসজিদেও


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ২৩-০৫-২০২৪ ইং
*********************
এখন দেখি মসজিদেও রাজনীতির ফুল হাসে,
সভাপতি- সেক্রেটারী- ক্ষমতা সুখের উল্লাসে !

ধমক দেয় আদেশ করে রাঙা চোখের শাসনে,
ইমাম সাহেব মুয়াজ্জিন হারায় চাকুরী না শুনে।
রাখতে হয় জায়নামাজ সামনের আসনে,
মুসল্লিরে ডিঙ্গিয়ে টিপ্পনী মারে আগুনে-

এখন দেখি মসজিদেও দুনিয়াদারীর আলাপে,
নিষেধ করলে তেড়ে আসে মরু বালুর উত্তাপে!
মসজিদ অঙ্গনে কে ওরা মুসল্লির চারপাশে ?
এখানেও রাজনীতি ক্ষমতা সুখের উল্লাসে!

মোক্তাকি পরহেজগার কোথায় মুমিনের বেশে?
কেন ধনী গরীবের ব্যবধান আল্লাহ’র ঘরে এসে?
কেন নিয়মিত মুসল্লি চোখের জলে বুক ভাসে?
কেন তার প্রথম কাতারে নামাজে নিষেধ আসে?
---------------------------------------

No comments:

Post a Comment