Friday, January 21, 2022

ঈমান যত ভারী হয়

 


কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ  রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।

তারিখঃ ২১-০১-২০২২ ইং

ঈমানদার সিজদা দিয়ে নত করে শির;

আল্লাহ ভয়ে আপনাকে রাখে অস্থির।

কোরআন  সদা করে ঈমানীরা পাঠ

তারা হয় না কভূ শয়তানে বিম্রাট।

 

মুমিন সারি সারি দাঁড়িয়ে আল্লাহ’র ভয়ে !

নামাজির বেশে নত শির ইহ পর জয়ে।

ঈমান যত ভারী হয় মাথা পড়ে ঝুঁকে

অন্তরে জিকির করে কথা নাহি মুখে।

 

শয়তানের তত্ত্ব যেন মানববেরে খোঁজে

বেঈমান যেন বসে গেছে বাতিলের ভোজে।

প্রাণে প্রাণে অনিষ্ট ছাড়িয়া উৎকট

পথভ্রষ্ট মানব পুড়িতেছে প্রকোট।

 

চারিদিক হতে মসজিদে আসে সত্যবাদী দল

দুর্ণিনীতি সুদ ঘুষ করে না কভূ কুট কৌশল।    

বাতিলেরা মোটা  পুঁথি লয়ে উল্টায় পাতা

মুমিনেরা আল্লাহ’র তুষ্টে নোয়ায় মাথা।

 

এই পৃথিবীর নাজ নেয়ামত শস্যখেত

মহান আল্লাহ’র করুণাময় শীর্ষ্-সমেত।

 ঈমানদার সিজদা দিয়ে নত করে শির;

আল্লাহ ভয়ে আপনাকে রাখে অস্থির।

----------------------------------------------------     

No comments:

Post a Comment