কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ২২-০১-২০২২ ইং
যে স্বপ্ন বুঁনো তুমি রাঙা টকটকে;
সে নহে আমার প্রাণে মুখে আর চোখে।
আমি যার মম চাই তার করতলে
সব বিধান মানি ওই পাল তুলে।
সে কৃষ্টি কালচার নহে রাখি গো বুকে
যে বিধান অন্যের তরে হাস্যোজ্জ্বলমুখে
সে উৎসব তাহার রাজযোগ্য বটে
তোমার গৃহে যেন অদৃষ্টে না ঘটে।
সাম্যের ডাক দাও, খুলে দাও প্রাণ
উৎসব তোমার নাহি করো অনুমান।
বিধান যাহার উৎসব তাহার নাহি করো অপমান
মানুষ মানুষের জন্যে অমৃতসমান।
তোমার উৎসবে ওরা নাহি আসে এদিক
তবে কেন তুমি ছুটেছো ওইদিক ?
যে উৎসবে মনোনীত দ্বীন -ওহে ধার্মিক
সে তোমার কৃষ্টি কালচার এই ভূ-লোক।
যে স্বপ্ন বুঁনো তুমি-মস্তিষ্ক-বিকার
এ কথা কেমন করে করিব স্বীকার।
জগৎ-বিখ্যাত মোরা "ধর্মপ্রাণ' জাতি
তার ঘরে আমি এক কেমন ডাকাতি ?
No comments:
Post a Comment