কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্থানঃ রাওনাট, কাপাসিয়া,,গাজীপুর।
তারিখঃ ২২-০১-২০২২ ইং
চির সত্যের মশাল জ্বলিবে চারিধার,
যদি তুমি হও তৌহিদী ঈমানদার ।
কোরআনের আলো জ্বালাও হে অন্তর
জাগুদের পরাজয় হবেই বিশ্ব প্রান্তর।
দুর্বোধ যা কিছু আছে সবই হবে পর
হও যদি রিসাতালের সৈনিক অতঃপর
তুমি সাম্যের প্রতীক বিদ্রোহী হুঙ্কার
তুমি বাতিলের বজ্র তলোয়ার----
ইসলাম অসীম আকাশের মতো নির্ম্ল..
শান্ত জলের মতো কোমল তরল-
নির্দ্য় অগ্নির মতো দাউ দাউ দাবানল
কেউ যদি করে বাতিলের কোলাহল।
চির সত্যের মশাল জ্বলিবে চারিধার,
যদি তুমি হও তৌহিদী ঈমানদার
ওহে কোরআন হতে লও তুমি তাজ
রিসাতালের কাফেলায় সামীল হও আজ।
ঈমানদার নাহি হয় ভীত দূর্গ্
সমরে
তাগুদের বিরুদ্ধে গর্জে ওঠে তুমুল হুঙ্কারে
কে হারায় তোমারে ?
যদি হকের প্রেম থাকে অন্তরে ।
------------------------------------------
No comments:
Post a Comment